Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsUnion Budget Core Banking: এবার পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং, ঘোষণা নির্মলার

Union Budget Core Banking: এবার পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং, ঘোষণা নির্মলার

Follow Us :

নয়াদিল্লি: এবার পোস্ট অফিসেও চালু হচ্ছে কোর ব্যাঙ্কিং (Core Banking in Post office)। মঙ্গলবার ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Union Budget 2022) পেশ করে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) নির্মলা সীতারমণ। এর ফলে দেশের প্রতিটি পোস্ট অফিস (Post office) কোর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে গ্রাহকদের। নির্মলা জানান, দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হবে। যে সমস্ত পরিষেবা ব্যাঙ্কে পাওয়া যায়, এবার থেকে তার সবটাই মিলবে পোস্ট অফিসে।

কী কী সুবিধা পাওয়া যাবে এর ফলে?

  • পোস্ট অফিসগুলিতে থাকবে এটিএম। পোস্ট অফিসের অ্যাকাউন্টে রাখা টাকা এটিএমের মাধ্যমে তুলতে পারবেন গ্রাহকরা।
  • নেট ব্যাঙ্কিং পরিষেবাও মিলবে পোস্ট অফিসে। অনলাইনে টাকা পাঠাতে পারবেন উপভোক্তারা।
  • মোবাইল ব্যাঙ্কিংয়ের সুযোগও পাওয়া যাবে এই পরিষেবায়।
  • এক কথায়, ব্যাঙ্কে যে সমস্ত পরিষেবা পাওয়া যায়, এবার থেকে সেই পরিষেবাই মিলবে ডাকঘরেও।

এই পরিষেবা গ্রামাঞ্চলের প্রবীণ নাগরিক ও কৃষকদের অনেকটা সুবিধা দেবে বলে আশাবাদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে এই ঘোষণায় খুশি সাধারণ মধ্যবিত্ত। এছাড়াও এদিন ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবায় আরও জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন নির্মলা। তিনি জানান, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটগুলিতে সাধারণ ব্যাঙ্কের মতোই যাবতীয় সুবিধা মিলবে।

আরও পড়ুন: Budget 2022: সড়ক-রেল-বিমান পথের উন্নয়নে ৭ ইঞ্জিনের ‘পিএম গতিশক্তি’, ঘোষণা নির্মলার

পোস্ট অফিসে কোর ব্যাঙ্কিং পরিষেবার কথা অর্থমন্ত্রী ঘোষণাও করলেন বাস্তবে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলে। প্রত্যন্ত এলাকার কথা ছেড়েই দেওয়া গেল। শহরাঞ্চলে ব্যাঙ্কের ক্ষেত্রে নেটওয়ার্ক আজকের ডিজিটাল দুনিয়াতেও বড় সমস্যা। প্রায়ই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে গিয়ে শোনা যায়, সার্ভার ডাউন, পরিষেবা পাওয়া যাবে না। খোদ কলকাতাও এর বাইরে নয়। শুধু ব্যাঙ্কই নয়, বড় পোস্ট অফিসগুলিতেও নেটওয়ার্ক ঠিকমতো মেলে না। এটাই গ্রাহকদের অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকাতে কোর ব্যাঙ্কিং ব্যবস্থা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকই।

RELATED ARTICLES

Most Popular