Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAbhisekh Banerjee: অমলের ঘরে ফেরায় আপত্তি, অভিষেককে চিঠি উত্তর দিনাজপুরের ৭ বিধায়কের

Abhisekh Banerjee: অমলের ঘরে ফেরায় আপত্তি, অভিষেককে চিঠি উত্তর দিনাজপুরের ৭ বিধায়কের

Follow Us :

রায়গঞ্জ: বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়েছিলেন অমল আচার্য (Amal Acharya)৷ নির্বাচন মিটে যাওয়ার পর এখন আবার পুরনো দলে ফিরতে চাইছেন তিনি৷ তাতে বেঁকে বসেছেন উত্তর দিনাজপুর জেলার সাত তৃণমূল বিধায়ক (North Dinajpur 7 TMC MLA)৷ অমল আচার্যর ‘ঘর ওয়াসপি’-তে তীব্র আপত্তি রয়েছে তাঁদের৷ সেই আপত্তির কথা জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) চিঠি লিখেছেন সাত বিধায়ক এবং জেলা সভাধিপতি৷ আশঙ্কা প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, অমল আচার্য দলে ফিরলে ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেবে৷ গ্রুপবাজি শুরু হবে৷ সুনাম নষ্ট হবে তৃণমূলের৷

২০১১ এবং ২০১৬-র বিধানসভা ভোটে ইটাহার কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন অমল আচার্য৷ কিন্তু একুশের ভোটে টিকিট না পেয়ে তিনি চলে যান বিজেপিতে৷ তাঁকে ইটাহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয় বিজেপি৷ কিন্তু তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের কাছে প্রায় ৫০ হাজার ভোটে হেরে যান অমল আচার্য৷ ভোটের ফল প্রকাশের পরই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর৷ গেরুয়া রাজনীতির আড়ালে চলে যান৷ মাঝে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন৷

সাত বিধায়ক এবং জেলাসভাধিপতির সই করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি৷ শুক্রবার৷ 

তারপরই অমল আচার্যের তৃণমূলে যোগদান আটকাতে কোমর বেঁধে নেমে পড়েছেন কালিগঞ্জ, ইটাহার, হেমতাবাদ, গোয়ালপোখর, রায়গঞ্জ, চাকুলিয়া এবং করণদিঘির বিধায়করা৷ সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষস্তরের পদাধিকারীদের কাছে পাঠানো চিঠিতে সই রয়েছে সৌমেন রায়, মোশারফ হোসেন, সত্যজিৎ বর্মন, গোলাম রব্বানি, কৃষ্ণ কল্যাণী, মিনহাজুল আরফিন আজাদ, গৌতম পালের৷

আরও পড়ুন: Jangalmahal Mela: জঙ্গলমহল মেলা বন্ধ? রাজ্যকে তলব হাই কোর্টের

চিঠির সারমর্ম হল, অমল আচার্য দুর্নীতিগ্রস্ত লোক৷ বিধানসভা ভোটের মুখে দল ছেড়ে বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কুরুচিকর মন্তব্য করেছিলেন৷ দলের নামে অপপ্রচার চালিয়েছিলেন৷ তৃণমূলে থাকাকালীন অনেক দুর্নীতিতে জড়ায় তাঁর নাম৷ অমল আচার্যের জন্য গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হয়েছে তৃণমূলকে৷ এমনকী ছেলে-মেয়েদের চাকরি দেওয়ার নাম করেও কোটি কোটি টাকা তুলেছেন৷ তাই এমন দুর্নীতিগ্রস্ত ও দলবিরোধী লোককে পুনরায় তৃণমূলে ফেরানো ঠিক হবে না বলে জানান জেলার তৃণমূল নেতারা৷

RELATED ARTICLES

Most Popular