Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsAbhishek Banerjee: বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী কারা, ঠিক করতে গোয়া সফরে অভিষেক

Abhishek Banerjee: বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী কারা, ঠিক করতে গোয়া সফরে অভিষেক

Follow Us :

কলকাতা: ফের গোয়ার (Goa TMC) জন্য রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)৷ টানা চারদিন তাঁর গোয়ায় থাকার কথা রয়েছে৷ সেখানে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর৷ তৃণমূল সূত্রের দাবি, গোয়ার বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ সেই বৈঠকের নেতৃত্ব দেবেন অভিষেক৷

সোমবার দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছন অভিষেক। কলকাতা থেকে বিশেষ বিমানে চেপে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। গোয়া তৃণমূল সূত্রের দাবি, বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঠিক করার পাশাপাশি বিরোধী জোট নিয়ে বৈঠক করবেন৷ কীভাবে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন তিনি৷

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন। সেই ৪০ আসন বিশিষ্ট বিধানসভার বহু আসনেই প্রার্থী দেবে তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূলের হয়ে ময়দানে নামাবেন গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ‌্যসভার সাংসদ লুইজিনহো ফেলেরিও এবং চার্চিল আলেমা। তাঁদের সঙ্গে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে পারেন প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজও। এছাড়াও তাঁদের সঙ্গে সাসাঞ্জসহ্যপূর্ণ আর কাকে কাকে প্রার্থী করা যায় তা নিয়েই বৈঠক৷ ১৭-২০ তারিখ পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘরোয়া বৈঠকও আছে৷

RELATED ARTICLES

Most Popular