Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবররাজনীতিতে অনেক কিছুই বলতে হয়, তবে বাবুল ভাল ছেলে: অনুব্রত

রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়, তবে বাবুল ভাল ছেলে: অনুব্রত

Follow Us :

সিউড়ি: বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) দলে স্বাগত জানালেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলের নেতা (TMC Leader) অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)৷ শনিবার তিনি বলেন, ‘বাবুল তৃণমূলে যোগ দিয়েছেন৷ এটুকু বলতে পারি এতে দলের ভালো হবে৷ বাবুল ভাল ছেলে৷’

আরও পড়ুন: বাবুলকে দলে নিয়ে তৃণমূল বলছে, ‘আরও খেলা হবে’

গত জুলাই মাসে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বাবুল৷ কিন্তু জেপি নাড্ডার অনুরোধে সাংসদ পদ ছাড়েননি৷ খাতায়-কলমে এখনও তিনি আসানসোলের বিজেপি সাংসদ৷ সেই তিনি শনিবার বারবেলায় সবাইকে চমক দিয়ে যোগ দেন তৃণমূলে৷ বিজেপিতে থাকাকালীন যাঁকে ‘দ্য গ্রেট ভাইপো’ বলে উঠতে-বসতে কটাক্ষ করতেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে প্রবেশ ঘটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর৷ তাঁর হাত থেকেই উত্তরীয় পড়েন বাবুল৷ জানান, সাংসদ পদ থেকেও খুব তাড়াতাড়ি ইস্তফা দেবেন৷

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে ‘ঝলমুড়ি রফা’ হয়েছে বাবুলের, কটাক্ষ অনুপমের

বাবুল ভোল পাল্টাতেই একসময়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিরা অর্থাৎ তৃণমূলের লোকেরা তাঁকে মিষ্টিমুখেই দলেই স্বাগত জানাতে শুরু করেছেন৷ সেই তালিকায় নাম জুড়েছে অনুব্রত মণ্ডলের৷ একসময় তিনিও বাবুলকে নিয়ে কম কটাক্ষ করেননি৷ সে নিয়ে আর মাথা ঘামাতে নারাজ দিদির কেষ্ট৷ অনুব্রতর সাফ কথা, ‘দেখুন পিছনের কথা ভুলে যেতে হবে৷ রাজনীতিতে অনেক রকম কথা হয়৷ সেগুলোকে ধরলে হয় না৷ রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়৷ আবার অনেক কিছু প্রত্যাহার করতে হয়৷ তিনি দলে এসেছেন৷ ওয়েলকাম৷ ভালো কাজ করবেন৷ উন্নয়নের সঙ্গে থাকবেন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী হবেন৷’

RELATED ARTICLES

Most Popular