Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsGoa TMC: গোয়ার পাশেই থাকছে তৃণমূল, সংগঠন আরও মজবুত করতে ২৬ বৈঠক

Goa TMC: গোয়ার পাশেই থাকছে তৃণমূল, সংগঠন আরও মজবুত করতে ২৬ বৈঠক

Follow Us :

কলকাতা: বিধানসভা নির্বাচনে আসন না পেলেও গোয়া ছাড়বে না তৃণমূল কংগ্রেস৷ বরং, আগামী পাঁচ বছর গোয়াবাসীর জন্য নানান কাজ করে যাবে তৃণমূল৷ তবে, নির্বাচনী পর্যালোচনা করা হবে৷ আগামী ২৬ মার্চ গোয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রবিবার গোয়া তৃণমূল নেতৃত্বকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন অভিষেক৷

গোয়া বিধানসভা নির্বাচনের পর্যালোচনা কমিটির বৈঠক হবে ২৬ তারিখ৷ তাতে, সুস্মিতা দেব, অশোক তানওয়ার ও সৌরভ চক্রবর্তীরা নেতৃত্ব দেবেন৷ মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করা ও ২৬ আসনে প্রার্থীদের প্রাপ্ত ভোট নিয়ে পর্যালোচনা হবে৷

ভোটের ফল গোষণার দিনই গোয়া তৃণমূল জানায়, গোয়াবাসীর ভালবাসা অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করবে। গোয়া তৃণমূল টুইট করে বলে, “আমরা বিনয়ের সঙ্গে গোয়ার সমস্ত মানুষের রায় গ্রহণ করেছি। প্রতিটি গোয়াবাসীর আস্থা এবং ভালবাসা অর্জনের জন্য আমরা আরও কঠোর পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ। যত সময়ই লাগুক না কেন, আমরা এখানে থাকব এবং গোয়ার মানুষের সেবা করে যাব।” এদিনের চিঠিতেও একই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই বার্তা গোয়াবাসীর কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সভাপতি৷

আরও পড়ুন-অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগকারিণী রূপা বইমেলা থেকে গ্রেফতার

এবারের নির্বাচনে গোয়ায় বিজেপি ২০টি আসনে জয়ী , কংগ্রেস ১২টি আসনে, এমজিপি ও আপ ২টি করে আসনে জয়ী। বাকি ৪টি আসনে অন্যান্যরা জয়ী হয়। আসনের জায়গায় বিজেপি গতবারে তুলনায় ৭টি আসনে বেশি পেয়েছে। কংগ্রেস গতবারের তুলনায় ৮টি আসনে হেরেছে। ২০১৭ সালে কংগ্রেস রাজ্যের একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল। ১৭টি আসন জিতেছিল। কিন্তু, বিজেপি ১৩টি আসন জিতেছিল। তারা গোয়া ফরওয়ার্ড পার্টি এবং এমজিপির সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular