Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsUttarakhand CM: হেরো প্রার্থীকেই উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে বিজেপি, বৈঠকের পর পুষ্করকে...

Uttarakhand CM: হেরো প্রার্থীকেই উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে বিজেপি, বৈঠকের পর পুষ্করকে সম্বর্ধনা রাজনাথের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ভোটে জিতেও উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী বাছতে হিমশিম খেতে হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে৷ অবশেষে ভোটের ফল ঘোষণার ১১ দিন পর সোমবার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে৷ দেরাদুনে দলীয় বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং ও মীনাক্ষী লেখি উত্তরাখণ্ডের ভাবী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবার নির্বাচনে নিজের কেন্দ্রে হেরে যাওয়া প্রার্থী পুষ্কর সিং ধামীর নাম ঘোষণা করেন৷ বৈঠক শেষে পুষ্করকে ফুলের তোড়া দিয়ে সম্নর্ধনা দিতেও দেখা যায় রাজনাথকে৷

বিজেপির তরফে পুষ্কর সিং ধামীকে কাটিমা বিধানসভার প্রার্থী করা হয়েছিল৷ কিন্ত পরাজিত হন তিনি৷ তারপরও তাঁকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে৷ ফলে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে হলে ৬ মাসের মধ্যে ফের ভোটে জিতে বিধানসভার সদস্য হতে হবে ধামীকে৷ তাই নিরাপদ কোনও কেন্দ্র থেকে তাঁকে জিতিয়ে বিধানসভায় পাঠানোটা জরুরি৷ উত্তরাখণ্ডের এক বিজেপি নেতা জানিয়েছেন, দলের ৬ বিধায়ক ধামীর জন্য নিজেদের আসন ছেড়ে দিতে রাজি হয়েছেন৷ নেতারা তাঁকেই পরিষদীয় নেতা হিসেবে চাইছেন৷ মুখ্যমন্ত্রী হিসেবে অল্প সময়ের মধ্যে ভালো কাজ করেছেনও তিনি৷ তাই দলও ধামীকেই চাইছে৷

ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা হতেই সরকার গঠনের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান ধামী৷ রাজ্যে বিজেপির সংখ্যা গরিষ্ঠার জন্য তিনি অনেক বেশি কৃতিত্বের দাবিদার বলে জানাগিয়েছে৷ ঠিক তেমনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং বরিষ্ঠ নেতা সৎপাল মহারাজ-রা মনে করেন এখন পরিবর্তনের সময়, ধামীকেই মুখ্যমন্ত্রী করা জরুরি৷

আরও পড়ুন-Abhishek Banerjee ED: আমি অন্য ধাঁচের, চোখে জল আসে না, মাথা উঁচু করে লড়তে জানি, চ্যালেঞ্জ অভিষেকের

সূত্রের দাবি, ধামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শক্তিশালী সমর্থন রয়েছে। রাজ্যগুলিতে সরকার গঠন নিয়ে আলোচনা করার জন্য রবিবারের বৈঠকে তাঁকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করতে প্রধানমন্ত্রী মোদির অনুমতিও পাওয়া গেছে৷

উল্লেখ্য, ধামীকে গত বছর জুলাই মাসে মুখ্যমন্ত্রী করা হয়েছিল৷

RELATED ARTICLES

Most Popular