Placeholder canvas

Placeholder canvas
HomeScrollউত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারে আর মাত্র কয়েক ঘণ্টা?

উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারে আর মাত্র কয়েক ঘণ্টা?

বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ আসতে পারে সুখবর

Follow Us :

নয়াদিল্লি: মাত্র ১২ মিটার পাথরের পথ পেরোলেই উত্তরাখণ্ডের (Uttarakhand) সিল্কিয়ারার (Silkyara) ধসে পড়া সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার (Rescue) করা যাবে। আজ, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ আসতে পারে সেই সুখবর। এমনটাই মনে করছেন উদ্ধারের কাজে নিয়োজিত বিশেষজ্ঞরা। জরুরি পরিষেবার আধিকারিকরা তাঁদের উদ্ধারের জন্য দৌড়চ্ছেন। প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে সাংবাদিকদের জানিয়েছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা আরও ছয় মিটার এগিয়ে যেতে পেরেছি। আশা করা হচ্ছে যে পরবর্তী দুই ঘন্টার মধ্যে যখন আমরা পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত করব, আমরা বাকি কাজ করতে সক্ষম হব।

এর আগে আজ উত্তরাখণ্ডের সড়ক ও পরিবহন বিভাগের একজন সিনিয়র আধিকারিক মাহমুদ আহমেদ বলেছেন, রাত ১২টা ৪৫ মিনিটে টায় চালু করা ড্রিলিং মেশিনে ১৮ মিটার ড্রিল করেছে। আমি খুব খুশি যে ৩৯ মিটার ড্রিলিং সম্পন্ন হয়েছে। অনুমান শ্রমিকরা ৫৭ মিটার দূরে আটকা পড়েছে। তাই মাত্র ১৮ মিটার বাকি আছে। গভীর রাত থেকে ১৮ মিটার পাইপ পাঠাতে প্রায় ১৫ ঘন্টা লেগেছে।

আরও পড়ুন: কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

যদি কোনো বাধা না থাকে, আজ রাতে বা কাল সকালে কোনো বড় খবর পাওয়া যেতে পারে। আরও বলেন, এটা আমাদের জন্য খুবই খুশির খবর যে আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। ধ্বংসাবশেষ পড়ার পাশাপাশি ভারী ড্রিলিং মেশিনের বারবার বিকল হওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ধীর, জটিল হয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকারই ৪১ জন কর্মীকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য করার প্রতিশ্রুতি দিয়েছে।

তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন সহ পাঁচটি সরকারী সংস্থা  এই ব্যাপক প্রচেষ্টায় যুক্ত হয়েছে। মূল প্রবেশদ্বার দিয়ে রুটটি কাজ না করলে, প্রায় আধ কিলোমিটার দীর্ঘ অসমাপ্ত টানেলের শেষ প্রান্ত থেকে ব্লাস্টিং এবং ড্রিলিংও শুরু হয়েছে। ১২ নভেম্বর থেকে শ্রমিকরা যে সুড়ঙ্গে আটকা পড়েছে সেখানে পৌঁছনোর জন্য উদ্ধারকারীরা ইতিমধ্যে ছোট গর্ত ড্রিল করেছে এবং তাদের খাবার, জল এবং ওষুধ সরবরাহ করার জন্য এগুলি ব্যবহার করেছে।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular