Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকেরলে বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ

কেরলে বিস্ফোরণের দায় স্বীকার করে আত্মসমর্পণ

Follow Us :

এর্নাকুলাম: কেরলে (kerala) রবিবার সাতসকালে বিস্ফোরণের (Explosion) ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করল এক ব্যক্তি। দোমিনিক মার্টিন নামে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। যদিও তার বক্তব্য সত্যি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এদিন সকালে এক খ্রিস্টান প্রার্থনাসভায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায়। মৃত্যু হয় এক জনের। এর্নাকুলামে (Ernaculam) খ্রিস্টান কনভেনশন হলে তিনটি বিস্ফোরণ হয়েছে। একজন মহিলা মারা গিয়েছেন (Death)। ২০ জনেরও বেশি আহত হয়েছেন। পাঁচ জনের অবস্থা গুরুতর। কয়েক মিনিটের মধ্যে সব বিস্ফোরণ হয়েছে। প্রথমে একটি হলে বিস্ফোরণ হয়েছে। যেখানে প্রার্থনার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। অনেকে হলের বিস্ফোরণের জন্য বাইরে পালানোর চেষ্টা করেন। সেসময় বাইরে বিস্ফোরণ হয়। তিন দিনের প্রার্থনা সভায় ২৩০০ মানুষের জড়ো হওয়ার কথা।

আরও পড়ুন: গাজায় ইন্টারনেট ফিরল, তিন প্যালেস্তিনীয়র মৃত্যু

পুলিশ জানিয়েছে, সকাল ৯টার সময় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে গিয়েছে এনআইএর টিম। চার সদস্যের একটি টিম সেখানে পৌঁছেছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি জায়গায় আগুন ধরেছে। প্রচুর সংখ্য়ায় পুলিশ জড়ো হয়েছে। তারা একে একে সবাইকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ঘটনার বিস্তারিত তথ্য জোগাড় করছি। এর্নাকুলামের উচ্চ পদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমি এই বিষয়ে ডিজিপির সঙ্গে কথা বলেছি। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ যেসব ডাক্তার, স্বাস্থ্য কর্মীরা ছুটিতে রয়েছেন তাদের ফিরে আসতে বলেছেন। কালামাসারির স্থানীয় বিধায়ক ও বাণিজ্য মন্ত্রী পি রাজীব বলেন, সমস্ত আধিকারিকদের সঙ্গে আমি কথা বলেছি। সমস্তরকম ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular