Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসিপিএমের প্রচার করবে এআই সঞ্চালিকা সমতা
Lok Sabha Election 2024

সিপিএমের প্রচার করবে এআই সঞ্চালিকা সমতা

নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে চমক দেবে সিপিআইএম

Follow Us :

কলকাতা: নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলই একে অপরকে টেক্কা দিতে নিজেদের মতো করে প্রচার কৌশল সাজিয়ে ফেলেছে। এর মধ্যেই লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)আগেই প্রচারে চমক দিল সিপিএম (CPM)। দেওয়াল লিখন পোস্টার ফ্লেক্স এবং ভিনাইলে প্রচার চলছে। বৈদ্যুতিন মাধ্যমে এবং জোর কদমে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটারেও চলছে প্রচার। প্রচারে অভিনতত্ব আনতে এআই সঞ্চালিকা খবর পড়বে সিপিএমের। রাজ্য সিপিএম সেই সঞ্চালিকার নাম রেখেছে ‘সমতা’। তবে সিপিএম সূত্রে খবর, মূলত ইংরেজিতেই সংবাদ পাঠ করবে এআই সঞ্চালিকা। সেই উপস্থাপনা কয়েকদিনের দিনের মধ্যেই আপলোড করা হবে রাজ্য সিপিএমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন: মুরলীধর সেন লেনে শিখদের অবস্থান উঠে গেল

চলতি লোকসভা নির্বাচনে সিপিএম এআই ব্যবহার করে প্রচার শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তার একটি টিজার-ও বাজারে এনেছে তারা। এই প্রচার মানুষের মধ্যে ভালো আলোড়ন ফেলবে এমনটাই মনে করছেন দলের ডিজিটাল কর্মীরা। সিপিএমের আইটি সেলের তরফে বলা হয়েছে, বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং তা নিয়ে দলের বক্তব্যকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular