
পাটনা: বিয়েতে মত ছিল না বাবার। বাপের বাড়িতেই থাকতে হত পুত্রবধূকে। ঝামেলা মিটে গিয়েছে মনে করে দুবছর পরে শ্বশুরবাড়িতে এসেছিলেন পুত্রবধূ। তাতেই ঘটে গেল ওই ঘটনা। পুত্রবধূ, তাঁর দাদা, বাবাকে গুলি করে খুন করলেন শ্বশুর। ঘটনার পর থেকেই পলাতক তিনি। এই ঘটনা ঘটেছে বিহারের (Bihar) সাহেবপুর কামাল থানার বিষ্ণুপুর আহুক গ্রামে। সেখানে বিয়ে হয়েছিল নীলু কুমারী (Nilu Kumari) নামে ওই মহিলার। তাঁর বাপের বাড়ি বেগুসরাই জেলার শ্রীনগর এলাকায়। ছেলে, মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার নীলু কুমারীর শ্বশুরবাড়ি আসেন উমেশ যাদব। সেখানেই বচসা শুরু হয়। সেখান থেকেই গুলি চালিয়ে দেন নীলুর শ্বশুর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহুক গ্রামে এক বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নীলুর বিয়ে নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল তাঁর শ্বশুরের। নীলুর জন্য শ্বশুরবাড়ির দরজা বন্ধ ছিল। তাঁদের অভিযোগ জোর করে তাঁদের ছেলের সঙ্গে নীলুর বিয়ে দেওয়া হয়েছে। পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: চলতি মরসুমে শীতের বিদায়, কী বলছে আলিপুর
আরও খবর দেখুন