Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, কোথা থেকে লড়বেন রাহুল?
Lok Sabha Election 2024

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, কোথা থেকে লড়বেন রাহুল?

তালিকায় ৩৯ এর মধ্যে ২৪ জন তপসিলি জাতি, উপজাতি ও ওবিসি

Follow Us :

নয়াদিল্লি: শিয়রে লোকসভা নির্বাচন ( Lok Sabha Election 2024)। শুক্রবার ৩৯  জনের প্রার্থী তালিক প্রকাশ করল কংগ্রেস (Congress First 39 Candidates)। এদিন ছত্তীসগঢ়, কর্নাটক, কেরল, তেলঙ্গানা, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমের আসনের প্রার্থী তালিকা সামনে এনেছে কংগ্রেস। কেরলের ওয়েনাড় থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল এ বার লোকসভার ভোটে লড়তে চলেছেন। ভূপেশ প্রার্থী হচ্ছেন রাজনন্দগাঁও কেন্দ্রে। কেরলের তিরুঅনন্তপুরমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর এ বারও ভোটে লড়বেন। ত্রিশূরে লড়বেন ভাদাকারার বিদায়ী সাংসদ কে মুরলীধরন। ছত্তিশগড় জাঙ্গির-চম্প থেকে ভোটে লড়বেন শিবকুমার দাহারিয়া। ত্রিপুরা ত্রিপুরা পশ্চিম আশিস কুমার সাহা।

এছাড়াও মেঘালয় শিলং ভিনসেন্ট এইচ পালা। মেঘালয় তুরা সালিং এ সাংমা। নাগাল্যান্ড নাগাল্যান্ড এস সুপংমেরেন জামির। সিকিম সিকিম গোপাল ছেত্রী। তেলঙ্গানা জাহিরাবাদ সুরেশ কুমার শেটকার। তেলঙ্গানা নালগোন্দা রঘুবীর কুন্দুরু। তেলঙ্গানা মাহবুবনগর চাল্লা বামসি চান্দ রেড্ডি। তেলঙ্গানা মাহবুবাবাদ বলরাম নায়েক পরিকা। ত্রিপুরা ত্রিপুরা পশ্চিম আশিস কুমার সাহা। উল্লেখযোগ্য ভাবে প্রথম দফার তালিকায় দলের বর্ষীয়ান নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যদিকে উদ্বোধন হয়েছে রামমন্দিরের।এই ইস্যুকেই লোকসভা নির্বাচনে প্রধান অস্ত্র করতে চাইছে পদ্ম শিবির। মোদির হিন্দুত্ব মোকাবিলা, কৃষক বিক্ষোভ, সিএএ এর বিরুদ্ধে লড়তে প্রার্থী তালিকায় চমক রেখেছে কংগ্রেস। ৩৯ জনের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ২৪ জন তপসিলি জাতি, উপজাতি ও ওবিসি সম্প্রদায়ভুক্ত। বাকিরা জেনারেল।

আরও পড়ুন: বাংলা থেকে ৩৫ নয়, ২৫ আসন পার করতে চান শাহ

প্রথম দফার প্রার্থী তালিকায় পরিস্কার ত্রিপুরায় বামেদের জন্য কোনও আসন ছাড়েনি কংগ্রেস। মেঘালয়ের গারো আসনে প্রার্থী ঘোষণা করায়, সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বাধীন তৃণমূলের সঙ্গেও সমঝোতার সম্ভাবনা কার্যত ভেস্তে গেল। উত্তর পূর্বে রাজ্যে ইন্ডিয়া জোটের দুই শরিক দল তৃণমূল ও বামেদের সঙ্গে আসন সমঝোতার সম্ভবনায় কার্যত জল ঢেলে দিল কংগ্রেস। বামেদের সঙ্গে বাংলায় কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে একটা ক্ষীণ আশা রয়েছে। মনে করা হচ্ছে কংগ্রেস মুর্শিদাবাদ আসন বামেদের জন্য ছাড়তে পারেন বলে সূত্রের খবর। যে আসনে লড়তে পারেন মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ বামেদের ছাড়া হলেও বহরমপুর ও জঙ্গিপুর কংগ্রেসের থাকবে হাতের হাতেই।

পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে আসন নিয়ে কিছু সমস্যা রয়েছে সাংবাদিক বৈঠকে মানলেন কে সি বেনুগোপাল। তিনি সাফ বললেন, আমাদের মূল লক্ষ্য বিজেপির আসন সংখ্যা যত সম্ভব কম করা। আমাদের সহযোগী দলগুলিও একই মনোভাব রাখবে এই আশাই করব। আগামী ১৭ মার্চ মুম্বইতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি জনসভা। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের সব নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। মমতা আসবেন কিনা সেই প্রশ্নের উত্তরে কেসি বেনুগোপালের জবাব, নির্বাচন সামনেই। আমরা আশা করব ইন্ডিয়া জোটের নেতারা এই সভায় যোগ দেবেন।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53