Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবাংলায় মমতার দয়া দাক্ষিণ্য চায় না কংগ্রেস, মন্তব্য অধীরের

বাংলায় মমতার দয়া দাক্ষিণ্য চায় না কংগ্রেস, মন্তব্য অধীরের

বহরমপুরে তৃণমূল নেত্রীকে দাঁড় করিয়ে হারানোর চ্যালেঞ্জ সাংসদের

Follow Us :

বহরমপুর: বাংলায় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দয়া দাক্ষিণ্য নিয়ে লোকসভায় (Lok Sabha Election 2024) লড়তে চায় না বলে সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বৃহস্পতিবার বহরমপুরে অধীর ফের অভিযোগ করেন, তৃণমূল নেত্রীই জোট চান না। জোট না হলে সবচেয়ে খুশি হবেন নরেন্দ্র মোদি ( Narendra Modi)। তাই তিনি জোট চান না। এর আগেও তিনি বলেছিলেন, তৃণমূল নেত্রীকে যে কাজ দিয়ে পাঠানো হয়েছে, তাতে জোট (INDIA Allaince) হলে অসুবিধা আছে বিজেপির। তাই বিজেপি জোট চায় না, মমতাও চান না। এদিন অধীর বলেন, মমতা আজ যা করছেন, তা নরেন্দ্র মোদির সেবার জন্য। জোটের (INDIA Allaince) জন্য কে ওঁর কাছে ভিক্ষা চাইছে। বাংলায় আমাদের যে সহযোগী পার্টিগুলি আছে, তারাও তৃণমূলের সঙ্গে জোট চায় না।

অধীর এদিন বলেন, প্রথম থেকেই মমতা বলে আসছেন, বাংলায় কংগ্রেসকে দুটো আসন দেওয়া হবে। উনি আসন দেওযার কে। আমরা নিজের ক্ষমতায় বাংলায় অনেক বেশি আসনে লড়তে পারি। বহরমপুর, মালদহ দক্ষিণে কংগ্রেস পরপর দুবার তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে জিতেছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সাহস থাকলে বহরমপুরে আপনি আমার বিরুদ্ধে দাঁড়ান। আপনাকে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। ক্ষমতা থাকলে মালদহে দাঁড়ান আপনি। হারিয়ে দেখিয়ে দেব। অধীর বলেন, আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে বারানসীতে মোদির বিরুদ্ধে প্রার্থী হতে বলছেন। আমি আপনাকে বহরমপুরে প্রার্থী হতে বলছি। আমার বিরুদ্ধে লড়াই করে জিতে আসুন, দেখি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করায় অভিযুক্ত কংগ্রেস মুখপাত্র পবন খেরার আবেদন খারিজ

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, উনি জোট চেয়ে আলোচনা চেয়েছিলেন। কংগ্রেস হাইকম্যান্ড আলোচনা করেছে। প্রথম থেকে তিনি বলছেন, দুটো আসন দেবে কংগ্রেসকে। কে তোর দয়ায় দুটো আসন চাইছে। এখানে আমাদের দুটো আসন দেবে। অসমে আপনি চারটি আসন নেবেন, গোয়ায় নেবেন। কে আপনার পরোয়া করছে। আমরা নিজের ক্ষমতায় বাংলায় অনেক আসনে লড়তে পারি। আপনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় আমাদের হারানোর কিছু নেই। আপনার প্রয়োজন কংগ্রেসকে। এ কথা বলে গেলাম। মিলিয়ে নেবেন।

বুধবারই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছিল জোট নিয়ে আলোচনা করতে। অধীর চৌধুরী বাদ সেধেছেন। সিপিএম নেতা বলেন, আমরা তো আগেই বলে দিয়েছি, তৃণমূল এবং বিজেপির সঙ্গে যাদের বিন্দুমাত্র সংস্রব আছে, এমন কোনও দলের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular