Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবন্ধ চা বাগানের ৬৫টি পরিবার রেশন থেকে বঞ্চিত

বন্ধ চা বাগানের ৬৫টি পরিবার রেশন থেকে বঞ্চিত

সম রেশনের দাবিতে আন্দোলনে শ্রমিকরা

Follow Us :

জলপাইগুড়ি: রায়পুরের (Jalpaiguri Raipur) বন্ধ হয়ে যাওয়া চা বাগানের (Tea Garden of Raipur) ৬৫টি পরিবার রেশন (Ration) থেকে বঞ্চিত। অন্ত্যোদয় যোজনার (Antyodaya Yojana Ration) মাধ্যমে এতদিন জলপাইগুড়ি সদর ব্লকের বন্ধ রায়পুর চা বাগানের ৫৫২টি পরিবার রেশন পেতেন। কিন্তু হঠাৎ করে প্রায় ৬৫টি পরিবার এই সুবিধে থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে প্রায় দিনই রেশনের চাল, আঠা কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। বৃহস্পতিবার সকলকে অন্ত্যোদয় যোজনার মাধ্যমে সম পরিমান রেশন বিলি করার দাবি তুলে আন্দোলনে নামলো শ্রমিকরা। বৃহস্পতিবার শ্রমিকরা একজোট হয়ে রেশন বয়টক করেন। সকলকে অন্ত্যোদয় যোজনার পাপ্য রেশন না দেওয়া পর্যন্ত তাঁরা রেশন নেবেন না বলে জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এ দিন রায়পুর চা বাগানে উত্তেজনা ছড়াল।

ডিলার রেশন নিয়ে গেলেও তা নিতে নারাজ শ্রমিকরা। ঘটনাস্থলে যান খাদ্য দফতরের প্রতিনিধি। বাগানের শ্রমিক অমিত ওরাও জানান, প্রতিমাসে রেশন নিয়ে সমস্যা হচ্ছে। সবাই সম পরিমান রেশন চাই। এদিকে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বাগানের শ্রমিক প্রধান হেমব্রম জানান, আমরা বাগানে সাড়ে পাঁচশো পরিবার রয়েছি। সকলে অন্ত্যোদয় যোজনায় রেশন পেতেন। হঠাৎ করে অনেকের রেশন অন্ত্যোদয় যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে। এই কথা বিডিওকে জানানোর পর আমাকে উল্টে গ্রেফতার করার হুমকি দেখাচ্ছেন বিডিও। সকলকে রেশন দিতে হবে। এতদিনের রেশন কোথায় গেল সেটাও জানতে চাইছি। আমাকে গ্রেফতার করবে করুক।

আরও পড়ুন: খেজুরিতে মৃত যুবক রাজনীতিতে ছিলেন না, জানাল তাঁর পরিবার

রেশন ডিলার মিনা বিবি জানান, আগে সকলে রেশন পেত। সকলকে আমি দিয়েছি রেশন। এখন ৪৮৫জন অন্ত্যোদয় যোজনার রেশন পাচ্ছেন। বাকিদের অফিস থেকে রেশন দেওয়া হচ্ছে। ২ কেজি চাল তিন কেজি আঠা। এখন সকলকে অন্ত্যোদয় যোজনার রেশন দিতে হবে তা না হলে কেউ রেশন নিচ্ছেন না। গোটা বিষয়টি অফিসকে জানানো হয়েছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular