বর্ধমান: কপি বাগান শিশু শিক্ষা কেন্দ্রে ভোট চলাকালীন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের (Bardhaman–Durgapur Lok Sabha) বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) পৌঁছানোর সঙ্গে সঙ্গেই একদিক থেকে জয় বাংলা শ্লোগান আর একদিক থেকে জয় শ্রীরাম শ্লোগান ওঠে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের গাড়ি থেকে নিরাপত্তা কর্মীরা বেরিয়ে এসে তৃণমূলের এক কর্মীকে লাঠির বাড়ি মেরে রক্তাক্ত করেছে, এমনই অভিযোগ তৃণমূলের।
বর্ধমানের কালনা গেটের কপিবাগান এলাকায় দিলীপের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। সংঘর্ষে মাথা ফেটেছে বিজেপি প্রার্থীর দুই নিরাপত্তা রক্ষীর। দিলীপের দাবি, মোট দু’জন জওয়ান আহত হয়েছে। তাঁর সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, সাব ইন্সপেক্টর সুনীল কুমার ও কনস্টেবল রামু প্রমাণ আক্রান্ত হয়েছেন। তাঁদের মাথা ফেটেছে ও হাতে লেগেছে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকী কনভয়ে নিরাপত্তারক্ষীদের যে গাড়ি, তাও ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ।
পাল্টা তাদের চার তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, অশান্তির জেরে বেশ কয়েক জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে চতুর্থ দফায় উত্তপ্ত তেহট্ট
উল্লেখ্য, সোমবার বেলায় মেমারির কুসুমগ্রামে হঠাৎই দেখা হয়ে যায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। দু’জনেই ভোট পরিদর্শনে বেরিয়েছিলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে দু’জনে হাসিমুখে করমর্দনের পর পরস্পরকে আলিঙ্গনও করেন। তবে সৌজন্যের রেশ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ তারপরেই এক অপরের বিরুদ্ধে তোপ দাগেন। দিলীপ কীর্তির উদ্দেশে বলেন, হতে পারেন উনি বড় ক্রিকেটার। কিন্তু আমার সঙ্গে উনি কখনও খেলেননি। খেলা এবার শেষ হবে। দিলীপের মন্তব্যের পাল্টা জবার দিয়ে কীর্তি বলেন, বাংলা সংস্কৃতির পীঠস্থান। সেখানে দাঁড়িয়ে এক প্রার্থী ধারাবাহিক ভাবে কটু মন্তব্য করছেন। বাংলার মানুষ তা মেনে নেবে না।
দেখুন ভোটের খবর