Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যদুর্নীতির অভিযোগ নির্বাচনে প্রভাব ফেলবে! কী বললেন শতাব্দী রায়
Satabdi Roy Exclusive

দুর্নীতির অভিযোগ নির্বাচনে প্রভাব ফেলবে! কী বললেন শতাব্দী রায়

জেতার পক্ষে ২০০ শতাংশ আশাবাদী শতাব্দী রায়

Follow Us :

বীরভূম: শনিবার লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। যদিও দিনক্ষণ ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলি জোরকদমে ভোট প্রচার শুরু করেছে। বিগ্রেডে জনগর্জন সভা থেকেই ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২২)

সেই তালিকা অনুযায়ী, এবারেও বীরভূম লোকসভা কেন্দ্রে (Birbhum Lok Sabha Constituency) থেকে টিকিট পেয়েছেন অভিনেত্রী শতাব্দী রায় (Satabdi Roy)। শতাব্দী রায় চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে চতুর্থ বারের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। প্রত্যেকবারেই জেতার পক্ষে মার্জিন বাড়ে। এবারেরও তার ব্যতিক্রম হবে না, কনফিডেন্স বীরভূম দেখা গেল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের মধ্যে। অভিনেত্রীর মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি-

  • অন্যান্য ভোটের তুলনায় এবারের নির্বাচনটা কি খুব কঠিন?

একদমই নয়। কোন কারণই নয় কঠিন হওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দিয়েছে মানুষকে। এত কিছু করেছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, নির্বাচন কঠিন হওয়ার কোন কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা আসে, আজও রাখে মানুষ।

  • নির্বাচন ঘোষণা হওয়ার আগে বঙ্গে একাধিকবার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী। সন্দেশখালি বড় ইস্যু। দুর্নীতি দায় আপনার দলের বিধায়ক মন্ত্রীরা জেলে। কোনও প্রভাব পড়বে?

ভালো কাজগুলো মানুষ মনে রাখবে। ভালো কাজগুলো মানুষ দেখবে। আমার মনে হয় যে, ভালো কাজে প্রভাব বেশি পড়বে।

  • অনুব্রত মণ্ডল প্রসঙ্গে

অনুব্রত মণ্ডল ভালো সংগঠক। সে দল চালিয়েছে। দলে সংগঠন দেখেছে। জেলা তৃণমূল কোর কমিটির সবাই তার সঙ্গে কাজ করেছে। তার সঙ্গে চলেছে। তারা ইলেকশন করতে জানে। তারা রাজনীতি করতে জানে। তারা বীরভূম জানে। সুতরাং কোর কমিটির উপর পুরো আস্থা আছে।

  • নির্বাচনে ভোট প্রাপ্তি প্রসঙ্গে

বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে ২০১৯ এ যে আসন পেয়েছিল তার থেকে কম পাবে। ওদের অনেক দলকে দরকার হবে। ইস বার ৩০০ পাওয়ার ৪০০ পার কবিতার ছন্দ বানানোর জন্য ভালো লাগে। গতবারেও আশা পূরণ হয়নি। এবারেও বিজেপির অন্য দলের সাহায্য নেবে। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভালো ফল হবে। উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল যা আসন পেয়েছিল তার থেকে আরো সংখ্যায় বাড়বে। তৃণমূল কাজের নিরীক্ষে এগিয়ে আছে।

  • বীরভূম প্রসঙ্গে

বীরভূম এখন আমার একটা পরিবার। অভিনেত্রী থাকাকালীন সকলেই দূরে ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে আমার এখন সকলের কাছের। জেতার পক্ষে আমি ২০০ শতাংশ আশাবাদী। কারণ, বীরভূমের মানুষের সঙ্গে আবেগ জড়িয়ে আছে। মানুষও আমাকে ভালোবাসে। সারা বছর মানুষের পাশে সঙ্গে আছি। জেতার পক্ষে কোন চাপ নেই। শতাব্দি রায় বীরভূম লোকসভা কেন্দ্রে গতবারের চেয়ে এবারে বেশি ভোটে জিতবে, দাবি করলেন তিনি।

  • শতাব্দী রায় নিজেকে অভিনেত্রী নাকি তৃণমূল নেত্রী বলতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে?

উত্তরে শতাব্দী রায় জানান মানুষ শতাব্দী রায় স্বাচ্ছন্দ বেশি বোধ করে।

  • লোকসভা নির্বাচনের আগে বীরভূম বিধানসভা ওয়াইজ নেতৃত্বকে ভাগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখকে নানুর, কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে শতাব্দী বলেন সে জায়গায় ও কাজ করবে। তাতে অসুবিধা কিছু নেই।

  • বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার দাবি, বেশ কিছুদিন আগেও শতাব্দী রায়কে মহিলারা গ্রাম থেকে তাড়িয়েছে। সারা বছর গ্রামে দেখা যায় না।

এত অরুচিকর ভাষা উত্তর দিতে বিবেকে বাধে, মন্তব্য শতাব্দীর।

দেখুন ভিডিও:

RELATED ARTICLES

Most Popular