Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনাচ, গান, চোখের জলে টুসুকে বিদায় রাঢ় বঙ্গের মানুষের

নাচ, গান, চোখের জলে টুসুকে বিদায় রাঢ় বঙ্গের মানুষের

টুসু বিদায়ের প্রথা চলে আসছে দীর্ঘদিন ধরে

Follow Us :

বাঁকুড়া: নাচ, গান আর চোখের জলে টুসুকে বিদায় (Tusus Farewell) জানালেন রাঢ় বঙ্গের মানুষ। সবাই কামনা করলেন, সামনের বছর আবার এসো মা টুসু। আজ মকর সংক্রান্তি। পৌষ মাস জুড়ে ঘরে ঘরে টুসু আরাধনার পর রাঢ় বাংলার মানুষ আজ বিদায় জানালেন ঘরের মেয়ে টুসুকে।

টুসু রাঢ় বাংলার ঘরের মেয়ে। তাকে পৌষ মাস জুড়ে ঘরে ঘরে জাগিয়ে রাখেন বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) জেলার গ্রাম গঞ্জের প্রান্তিক মানুষ। মকর সংক্রান্তির আগের রাতে সারা রাত ধরে লোকায়ত সুরের গানে গানে টুসুর জাগরণ উদযাপন করেন মানুষেরা। আজ ভোর থেকে শুরু হয় টুসু ভাসানের পর্ব। গ্রাম গঞ্জ থেকে মানুষেরা টুসুর চৌদল নিয়ে শোভাযাত্রা করে বের হন। টুসু গানে গানে গ্রাম গঞ্জ মাতিয়ে শোভাযাত্রা হাজির হয় স্থানীয় নদী ও পুকুরে। সেখানে আরেক প্রস্থ গান নাচে টুসু বন্দনা করে চৌদল ভাসিয়ে টুসুকে চোখের জলে বিদায় জানায় মানুষ। গানে গানেই গ্রাম গঞ্জের মানুষ কামনা করেন সামনের বছর আবার এসো মা টুসু। সারা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিষ্ণুপুরের যমুনা বাঁধ জমে ওঠে টুসু গান আর বিসর্জনকে কেন্দ্র করে। টুসু বিসর্জনের পর পিঠে খাওয়ার পর্ব।

আরও পড়ুন: কত বছরের প্রাচীন কেন্দুলির জয়দেব মেলা? জেনে নিন কবে থেকে শুরু

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular