Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকাশ্মীরে জঙ্গিযোগ সন্দেহে ৪ সরকারি কর্মী বরখাস্ত

কাশ্মীরে জঙ্গিযোগ সন্দেহে ৪ সরকারি কর্মী বরখাস্ত

ডাক্তার, পুলিশ, ল্যাব কর্মী ও শিক্ষক

Follow Us :

শ্রীনগর: জঙ্গিযোগ (Terror Link) থাকার অভিযোগে ডাক্তার-কনস্টেবলসহ চারজন সরকারি কর্মীকে (Govt Employees Sacked) বরখাস্ত করল জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সরকার। সংবিধানের ৩১১ ধারার উপধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। যে চারজনকে বরখাস্ত করা হয়েছে তাঁদের একজন ডাক্তার, একজন পুলিশ কনস্টেবল, শিক্ষক এবং উচ্চশিক্ষা দফতরের ল্যাবরেটরি কর্মী। তবে এঁরা কী ধরনের জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন, তা স্পষ্ট জানায়নি সরকার।

উল্লেখ্য, গত তিন বছরে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ৩১১ ধারা প্রয়োগ করে ৫০ জনকে বরখাস্ত করেছে। তাঁদের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের অভিযোগ ওঠে। এবার যাঁদের বরখাস্ত করা হয়েছে, তাঁরা হলেন সালাম রাঠের। বাড়ি কুলগাঁওয়ে। তিনি উচ্চশিক্ষা দফতরে ল্যাব কর্মীর কাজ করতেন। পুলিশ কনস্টেবল আবদুল মজিদ ভাটের বাড়ি কুপওয়ারায়। শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালের মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিসার উল হাসান এবং কুপওয়ারার এক শিক্ষক ফারুক আহমেদ মির।

আরও পড়ুন: পোলাও, মটর পনির, রুটি-মাখন সুড়ঙ্গবাসীদের

এদিকে, বুধবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার জঙ্গি-নিরাপত্তারক্ষী সংঘর্ষ শুরু হয়েছে। জানা গিয়েছে, ২ জঙ্গিকে ঘিরে ফেলা সম্ভব হয়েছে। অন্যদিকে, কাঠুয়ায় ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচারের অভিযোগে এনআইএ আরও একজনকে গ্রেফতার করেছে। এনিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হল।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular