Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসংক্ষিপ্ততম বাজেট নির্মলার, মাত্র ৫৬ মিনিটেই শেষ

সংক্ষিপ্ততম বাজেট নির্মলার, মাত্র ৫৬ মিনিটেই শেষ

Follow Us :

নয়াদিল্লি: বৃহস্পতিবার জীবনের প্রথম সংক্ষিপ্ততম বাজেট ভাষণ পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেলা ১১টায় বাজেট বক্তৃতা শুরু করে একঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ করেন ২০২৪-২৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেট। এখনও পর্যন্ত যা নির্মলার বাজেট ভাষণের মধ্যে সবথেকে কম সময়ের বক্তৃতা। আগের বছর ৮৭ মিনিট ভাষণ দিয়েছিলেন সীতারামন। ইন্দিরা গান্ধীর পর নির্মলা সীতারামন দ্বিতীয় মহিলা, যিনি বাজেট পেশ করেছেন।

আরও পড়ুন: আইসক্রিম স্টিক বাজেট, খেতে মধু, হাতে কাঠি

সীতারামনের বাজেট বক্তৃতার সময়

২০১৯- ২ ঘণ্টা ১৭ মিনিট

২০২০- ২ ঘণ্টা ৪২ মিনিট

২০২১- ১ ঘণ্টা ৫০ মিনিট

২০২২- ১ ঘণ্টা ৩৩ মিনিট

২০২৩- ১ ঘণ্টা ২৭ মিনিট

২০২৪- ৫৬ মিনিট

দীর্ঘ বাজেট ভাষণের রেকর্ড রয়েছে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আঁচলে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি সীতারামন ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পড়েছিলেন। তবে শেষমেশ তিনি অসুস্থ বোধ করতে থাকায় শেষ দুপাতা না পড়েই বসে পড়েন। উল্লেখ্য, সীতারামন তাঁর প্রথম বাজেট বক্তৃতা দিয়েছিলেন ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে।

শব্দসংখ্যার বিচারে দীর্ঘ বাজেট ছিল মনমোহন সিংয়ের। ১৯৯১ সালে কংগ্রেসের নরসিমা রাও মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে তিনি ১৮ হাজার ৬০৪টি শব্দ ব্যবহার করেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রয়াত অরুণ জেটলি। ২০১৮ সালে তিনি ১৮ হাজার ৬০৪টি শব্দ ব্যবহার করেছিলেন। এক ঘণ্টা ৪৯ মিনিট বক্তৃতা দিয়েছিলেন জেটলি।

সংক্ষিপ্ততম বাজেট বক্তৃতা ছিল জনতা দলের মোরারজি দেশাই সরকারের অর্থমন্ত্রী হিরুভাই মুল্লিজিভাই প্যাটেলের। ১৯৭৭ সালে তিনি বাজেট ভাষণে মাত্র ৮০০ শব্দ ব্যবহার করেছিলেন।

মোরারজি দেশাইয়ের পকেটে আরও একটি রেকর্ড আছে। তিনি দেশের সবথেকে বেশি বাজেট পেশ করেছিলেন। ১৯৬২-১৯৬৯ সাল পর্যন্ত ১০ বার। দ্বিতীয় স্থানে রয়েছেন পি চিদম্বরম, ৯ বার, প্রণব মুখোপাধ্যায় ৮ বার এবং যশবন্ত সিনহা ৮ বার। আজ নিয়ে নির্মলা সীতারামন ৬ বার বাজেট পড়লেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular