Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবর্ধমান কাণ্ডে স্ত্রীর মৃত্যুতে রেলের গাফিলতির অভিযোগ, এফআইআর স্বামীর

বর্ধমান কাণ্ডে স্ত্রীর মৃত্যুতে রেলের গাফিলতির অভিযোগ, এফআইআর স্বামীর

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে বর্ধমান জিআরপি

Follow Us :

বর্ধমান: বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় মৃত মফিজা খাতুনের স্বামী স্ত্রীর মৃত্যুর জন্য রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন। মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এফআইআর (FIR Railway) করেছেন। মফিজ শেখের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি।

বুধবার বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ( Bardhaman Railway Station Water tank collapse incident) পড়ার ঘটনায় আহত ৪০ জন ভর্তি আছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আপাতত সকলেই স্থিতিশীল বলে জানান হাসপাতালের সুপার তাপসকুমার ঘোষ। ঘটনার পর আটটি প্লাটফর্মের মধ্যে ১,২,৩ প্লাটফর্ম বন্ধ থাকলেও বুধবার রাত থেকে তিনটি প্লাটফর্ম খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ২ নম্বর ৩ নম্বর দিয়ে লোকাল, মেল এবং এক্সপ্রেস— সব ট্রেনই চলাচল করছে। ফলে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

আরও পড়ুন: কয়লা কাণ্ডে ফের তৎপর সিবিআই, রাজ্যজুড়ে তল্লাশি

বর্ধমান স্টেশনের দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝের শতাধিক বছরের ১৮৯০ সালে তৈরি ১৩৩বছরের পুরনো লোহার জলের ট্যাঙ্কটি হুড়মুড় করে ভেঙে পড়ায় বুধবার বেশ কিছু ক্ষণ ব্যাহত হয়েছিল বর্ধমান স্টেশনে ট্রেন চলাচল। পরে অবশ্য আস্তে আস্তে একটি-দু’টি করে ট্রেন চালানো হয়। বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ফিরে গিয়েছে বর্ধমান স্টেশন। কিন্তু যাত্রীদের মধ্যে ভয় আর আতঙ্ক আজও রয়েছে। বুধবার ঘটনার সাক্ষী ছিলেন। কোনও রকমে প্রাণ বেঁচেছেন। ভাঙা ট্র্যাঙ্কটি রয়েছে সেটা উপর থেকে নিচে না নামানোর কারণে আতঙ্কে ভুগছে যাত্রীরা।

ট্যাঙ্কের আশপাশে সবুজ চটের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকা-বেরোনোর চলমান সিঁড়িটিও। কিন্তু উৎসুক দৃষ্টির ভিড় চার পাশে। কেউ সহযাত্রীকে আঙুল দেখিয়ে বোঝাচ্ছেন ঘটনা পরম্পরা। আবার কেউ উত্তেজিত গলায় জানাচ্ছেন, কী করে এক চুলের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। যদিও সব কথারই শেষ হচ্ছে রেলের গাফিলতির প্রসঙ্গে এসে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular