Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসুন্দরবনে অনলাইনে আর্থিক প্রতারণা শিকার, সর্বস্বান্ত মহিলারা

সুন্দরবনে অনলাইনে আর্থিক প্রতারণা শিকার, সর্বস্বান্ত মহিলারা

Follow Us :

বসিরহাট: সুন্দরবনে অনলাইনে আর্থিক প্রতারণা শিকার। সর্বস্বান্ত মহিলারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় চিন্তাার ভাঁজ এলাকায়। প্রত্যন্ত ওই গ্রামের মানুষজন খুবই সাদাসিধে। অনলাইন প্রতারকের পাতা ফাঁদে পা দিল এলাকার মহিলারা।

হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলবিল বাঁকড়া ডোবর সহ বিভিন্ন এলাকাতে দুষ্কৃতী মহিলাদের কাছে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হয়। আর ফোন করা হচ্ছে বিভিন্ন নম্বর থেকে। সেই নাম্বারে পুনরায় ফোন করা হলে এক এক বার এক এক জায়গার ঠিকানা বলছেন তারা।১৩ নম্বর স্যান্ডেলার বিলের এক মহিলার কাছে ফোন করে টাকা চায় এক দুষ্কৃতী অনলাইনে দোকান থেকে সেই মহিলা ত্রিশ হাজার টাকা দিয়ে দেয় ফোন পে তে।টাকা চাইতে গেলে দোকানদারকে বলা হয় তুমি যে একাউন্টে টাকা মেরেছে ওই ব্যক্তিকে আমি তো চিনি না তাহলে টাকা দেবো কেন।বর্তমানে সর্বশ্রান্ত হয়েছেন দোকানদার শোভন মণ্ডল।

আরও পড়ুন: প্রকাশ্য মঞ্চে সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ বিধায়ক সোমনাথ শ্যামের

তিনি বর্তমানে হিঙ্গলগঞ্জ থানার দারস্ত হয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।এলাকার মানুষের কাছে একটাই বার্তা আমাদের এই ধরনের কোন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ফোন বা টাকা চেয়ে কল আসলে,তাদের ফাঁদে পা না দিয়ে ইতিমধ্যে বসিরহাট ফাইবার ক্রাইম থানায় মোবাইল নাম্বার ও ফোন পেয়ে নাম্বার দিয়ে ও লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতারিত মহিলাl

RELATED ARTICLES

Most Popular