Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমোদির সফর 'বয়কট' কেসিআরের

মোদির সফর ‘বয়কট’ কেসিআরের

ভোটমুখী তেলঙ্গানায় আজ প্রধানমন্ত্রী

Follow Us :

নয়াদিল্লি ও হায়দরাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) তেলঙ্গানা (Telangana) সফর ‘বয়কট’ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেসি চন্দ্রশেখর রাও (CM K Chandrasekhar Rao)। ভারত রাষ্ট্র সমিতির (BRS) একচ্ছত্র নেতা কেসিআর (KCR) আজ, রবিবার মোদির অনুষ্ঠানে হাজির থাকবেন না। উল্লেখ্য, ভোটমুখী তেলঙ্গানায় এদিনই দুপুরের পর ১৩ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এরপর মাহবুবনগরে (Mahabubnagar) এক জনসভায় ভাষণ দেবেন।

জাতীয় রাজনৈতিক মঞ্চ এখন দুভাগে আড়াআড়ি ভেঙে গিয়েছে। লোকসভা ভোটের আগে একদিকে এনডিএ (NDA), অন্যদিকে ইন্ডিয়া (India Bloc) জোট সম্মুখ সমরে নেমেছে। এই যুদ্ধে যারা নিরপেক্ষ ভূমিকা নিয়ে একলা চলার নীতি নিয়েছে, তাদের একজন কেসিআর। যদিও কংগ্রেস (Congress) সহ বিরোধীরা তাঁর দল বিআরএসকে বিজেপির বি-টিম বলে গাল পাড়ে। কিন্তু, আঞ্চলিক রাজনীতিতে আদ্যন্ত কংগ্রেস বিরোধী কেসিআরের কোনওমতেই ‘হাত’ ধরা সম্ভব নয়। আবার বিজেপির দিকে ঘেঁষাও অসম্ভব। সে কারণে দীর্ঘদিন ধরেই মোদিকে এড়িয়ে চলেন কেসিআর।

আরও পড়ুন: মাসের শুরুতেই বাড়ল গ্যাসের দাম

ফলে এবারেও তার ব্যতিক্রম ঘটছে না। এদিন মোদিকে বিমানবন্দরে স্বাগত জানাতে রাজ্য সরকারের তরফে উপস্থিত থাকবেন মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। সরকারি কর্মসূচিতেও তিনিই হবেন রাজ্যের প্রতিনিধি। এ নিয়ে ২০২২ সাল থেকে পরপর ৬বার মোদির অনুষ্ঠানের গরহাজির থাকছেন কেসিআর। এদিন মোদির কর্মসূচিতে রয়েছে সড়ক, রেল, পেট্রল, প্রাকৃতিক গ্যাস এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস। একটি ট্রেন পরিষেবারও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সূচনা করবেন প্রধানমন্ত্রী।

তেলঙ্গানায় এখনও বিধানসভা ভোটের (Telangana Assembly Vote 2023) দিনক্ষণ ঘোষিত না হলেও এই রাজ্য দখলে মুখিয়ে রয়েছে বিজেপি (BJP) এবং কংগ্রেস। কারণ দক্ষিণের এই রাজ্য কবজা করতে পারলে পরের বছর লোকসভা ভোটে একধাপ এগিয়ে থাকবে তারা। এমনিতেই তেলঙ্গানায় পরিবারবাদ এবং দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং মোদি।

সুতরাং, এদিনের জনসভায় কেসিআর এবং কংগ্রেসকে যে শূলে চড়াবেন মোদি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এককথায় এই ভাষণ থেকেই রাজ্যে বিধানসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দেবেন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। কারণ গতকালই এক এক্স বার্তায় তিনি লিখেছিলেন, তেলঙ্গানার মানুষ অকেজো প্রশাসনের প্রতি বীতশ্রদ্ধ। একইভাবে কংগ্রেসের প্রতিও আস্থা হারিয়েছে। বিআরএস এবং কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক দলের মানুষের কাজ করা অভীষ্ট নয়।

দেখুন আরও খবর

RELATED ARTICLES

Most Popular