Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকেন্দ্রের ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব

কেন্দ্রের ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব

এত তাড়া কেন. প্রশ্ন ফিরহাদের

Follow Us :

কলকাতা: কেন্দ্রের প্রস্তাবিত ন্যায় সংহিতা বিলের (Justice Code Bill) বিরোধিতা করে বিধানসভায় (WB Assembly) প্রস্তাব আনল শাসকদল। মঙ্গলবার এই বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) বলেন, এই বর্বর বিল কেন্দ্রীয় সরকার তাড়াহুড়ো করে সংসদে পাশ করাতে চাইছে। গত ২৯ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিক শাহের কলকাতা সফরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উদ্দেশে চিঠি লিখে ন্যায় সংহিতা বিল নিয়ে তাড়াহুড়ো করতে নিষেধ করেন। তৃণমূল-সহ সব বিরোধী দলেরই অভিযোগ, এই বিল মারাত্মক।

বিধানসভায় ফিরহাদ বলেন, কেন্দ্রের এনসিবিআরের রিপোর্ট বলছে, দেশের সবচেয়ে নিরাপদ শহর হল কলকাতা। দিল্লি হল অনিরাপদ শহর। যে দিল্লির পুলিশকে নিয়ন্ত্রণ করে অমিত শাহের মন্ত্রক। ওই রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভয়াবহ। মন্ত্রীর অভিযোগ, তিন রাজ্যে জয়ের পরেও নরেন্দ্র মোদি, অমিত শাহরা আতঙ্কিত। তাই দ্রুত তাঁরা এই বিল পাশ করাতে চাইছে।

আরও পড়ুন: এনসিআরবির রিপোর্ট হাতিয়ার, বিজেপিকে তোপ মহুয়ার

পুরমন্ত্রী বিজেপির উদ্দেশে বলেন, আপনাদের সিবিআই আমার বাড়িতে এসে কিছুই পায়নি। ভেবেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব? আমি ভয় পাই না। অনেকে ভয় পেয়েছে। আমরা পাইনি। কখনও মমতাকে ছেড়ে যাব না।

ফিরহাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পুলিশতান্ত্রিক দেশ বানাতে চাইছে। তিনি বলেন, ন্যায় সংহিতা বিল আনতে এত তাড়া কীসের। আপনাদের নেতাই তো দাবি করেছেন, ৪০০ আসন পেয়ে আগামী বছর আবার সরকারে আসবেন। তাহলে তো লোকসভা ভোটের পরই বিল পাশ করাতে পারতেন। মন্ত্রী বলেন, আপনারা রাষ্ট্রদ্রোহিতা নিয়ে চিন্তিত। আপনারা আমাদের রাষ্ট্রদ্রোহী ভাবেন। কারণ আমরা বিজেপি বিরোধী। আপনারা তো দেশে বিভাজন চান। আপনারাই দেশ ভাগ করতে চাইছেন। এটা একটা বর্বর বিল।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular