Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৩ মাস পর খুলল উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্র, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

৩ মাস পর খুলল উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্র, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

জঙ্গলের প্রবেশপথ থেকে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রের (Tourist Spot) উদ্দেশে ছুটতে শুরু করেছে পর্যটকদের হুড খোলা গাড়ি

Follow Us :

জলপাইগুড়ি: পর্যটকদের (Tourist) জন্য খুলে গেল জঙ্গল। প্রথমদিনেই পর্যটকদের উপচে পড়া ভিড়। তিন মাস বন্ধ থাকার পর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের (Dooars) বিভিন্ন জঙ্গল। আর জঙ্গল খোলার প্রথমদিনেই সাত সকালেই জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। আর তিনমাস পর বিভিন্ন বন্যপ্রাণী দেখে খুশি পর্যটকরা। তবে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের এবার কিছু টাকা গুনতে হচ্ছে। সেইসঙ্গে ক্যামেরা নিয়ে প্রবেশের ক্ষেত্রেও বাড়তি টাকা দিতে হবে পর্যটকদের। তবে তারপরও পর্যটকদের ভিড় কমার কোনও নক্ষ্যণ নেই। জঙ্গলের প্রবেশপথ থেকে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রের (Tourist Spot) উদ্দেশে ছুটতে শুরু করেছে পর্যটকদের হুড খোলা গাড়ি।

এদিকে ইতিমধ্যে ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। তিনমাস পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী এই মরশুমে হয়তো ভালো ব্যাবসা হবে।

আরও পড়ুন:আধার কার্ড প্রতারণার শিকার টলিউডের অভিনেত্রী

উল্লেখ্য, গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গলে প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। কেননা বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময় আর সেকারণেই বন্ধ থাকে জঙ্গল। আর সেই সময় যাতে জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্ত্যক্ত করতে না পারে সেই কারণে জঙ্গল এই তিন মাস বন্ধ রাখা হয়।

RELATED ARTICLES

Most Popular