Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশাহজাহানের বাড়ির সামনে রাতারাতি বসল সিসিটিভি

শাহজাহানের বাড়ির সামনে রাতারাতি বসল সিসিটিভি

হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে

Follow Us :

কলকাতা: আদালতের ধমক খেয়ে শাহজাহানের (Sheikh Shajahan) বাড়ির সামনে রাতারাতি বসল সিসিটিভি (CCTV) । এখনও বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shajahan) । তাঁকে গ্রেফতার না করতে পারায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। সন্দেশখালিতে ইডি আধকারিকদের উপরে হামলার ঘটনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutt High Court) বিচারপতি জয় সেনগুপ্ত শাহজাহান শেখ সহ মূল অভিযুক্তেরা এখনও কেন অধরা সেই প্রশ্ন তোলেন৷ বিচারপতি সেনগুপ্ত শাহজাহানের বাড়ি সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। আর আদালত নির্দেশর পরই তৃণমূল নেতার বাড়ির সামনে বসল ক্যামেরা।

সন্দেশ খালির ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গেলও এখনও খোঁজ নেই শেখ শাহজাহানের (Sheikh Shajahan)। সন্দেশখালির (Sandeshkhali) বিধায়ক দাবি করেছেন শাহজাহান এলাকাতেই আছেন। একই দাবি করেছেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তাঁকে গ্রেফতার না করতে পারায় হাইকোর্টের মুখ পুড়েছে পড়তে হয় রাজ্য পুলিশের। বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। বিচারপতি সেনগুপ্ত শাহজাহানের গতিবিধি জানতে তাঁর সরবেড়িয়ার বাড়ির সামনে সিসিটিভি বসানোর নির্দেশ দেন। সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে পুলিশকে। নির্দেশ বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আরও পড়ুন: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজির অভিযোগ

নির্দেশের পরই তৃণমূল নেতার বাড়ি সামনে সিসিটিভি ক্যামেরা বসল। বুধবার শাহজাহানের বাড়ির আকুঞ্জি পাড়ার মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এমনকী তাঁর বাড়ির লাগোয়া গ্যারাজে একটি বসানো হয়েছে মনিটর। এড়াছাও শাহজাহানের বাড়ির বাইরে ও পিছনেও বসানো হয়েছে ক্যামেরা।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular