
পুরুলিয়া: মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষার মুখেই পুরুলিয়ার (Purulia) মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে শুক্রবার থেকে শুরু হল পুরুলিয়া উৎসব (Purulia Festival)। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। স্কুল ক্যাম্পাসে হস্টেলের ১০০ মিটারের মধ্যেই বিশাল মঞ্চ করা হয়েছে। প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত নানা অনুষ্ঠান হবে। ওই হস্টেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় ৬০ জন পরীক্ষার্থী রয়েছে। তাদের পরীক্ষার প্রস্তুতিতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের। যদিও সেই অসুবিধার কথা মানতে নারাজ স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ মাহাত এবং এবং উৎসব কমিটির সদস্য তথা পুরুলিয়া পুরসভার ভাইস চেয়ারপার্সন ময়ূরী নন্দী।
প্রধান শিক্ষক বলেন, পরীক্ষার সময় ছাত্ররা হস্টেলে থাকে না। ওই অনুষ্ঠানের জন্য তাদের কোনও অসুবিধে হবে না। শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথাই কেন ভাবা হবে। ভাইস চেয়ারপার্সন বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া হস্টেল এখন ফাঁকা। মনে হয় না, কোনও অসবিধে হবে। সারা বছর পড়লে এই কদিনে আর কী হবে। আমরাও তো একদিন ছাত্র ছিলাম।
আরও পড়ুন: গুজরাতে নৌকাডুবিতে মৃত্যু বেড়ে হল ১৬
এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি থেকে। উচ্চ মাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি। এবার পরীক্ষার সময়ও এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। সময় এগিয়ে আনা নিয়ে আপত্তি জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। তাদের বক্তব্য, ভরা অফিস টাইমে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের অসুবিধে হবে। তাছাড়া শীতকালে কুয়াশার জন্য সকালে যানবাহন চলাচলেও সমস্যা হবে।
আরও খবর দেখুন