Placeholder canvas

Placeholder canvas
HomeScroll৩১ মার্চ রবিবার বেশ কিছু ব্যাঙ্ক খোলা থাকবে
Bank Open on Sunday

৩১ মার্চ রবিবার বেশ কিছু ব্যাঙ্ক খোলা থাকবে

কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে আরবিআই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে

Follow Us :

নয়াদিল্লি: এ মাসের শেষ রবিবার ব্যাঙ্ক খোলা (Bank Open) থাকবে। আরবিআই (RBI) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ৩১ মার্চ খোলা থাকবে দেশের কয়েকটি ব্যাঙ্কের শাখা। কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে তার তালিকাও দেওয়া হয়েছে। ২০১৯ সালের ৩১ মার্চ রবিবার পড়ায় খোলা ছিল ব্যাঙ্ক। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কের যেসব শাখায় সরকারি লেনদেন হয় খোলা থাকবে সেগুলি। এজেন্সি ব্যাঙ্কগুলি খোলা থাকবে।

সরকারের এজেন্ট হিসেবে কাজ করা বাণিজ্যিক ব্যাঙ্কগুলি এজেন্সি ব্যাঙ্ক। আরবিআইয়ের কাছ থেকে সরকারি কাজের জন্য ওই ব্যাঙ্কগুলি অনুমোদন পেয়েছে। আরবিআইয়ের তরফে বলা হয়েছে, এই আর্থিক বছর শেষ হওয়ার আগেই যাতে সরকারি সব লেনদেন সম্পূর্ণ করা যায় সেজন্য ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত। রবিবার নির্ধারিত সময়ে ব্যাঙ্কগুলি খুলবে। ভারতে ৩৩টি এজেন্সি ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব এবং সিন্ধু ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক উল্লেখযোগ্য। বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কও এজেন্সি ব্যাঙ্কের তালিকায় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড, বন্ধন ব্যাঙ্ক লিমিটেড। তবে কোন কোন শাখা খোলা থাকবে তা ঠিক করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular