Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঝালদায় গরু চুরি করতে হাতেনাতে ধরা পড়ল পাচারকারী

ঝালদায় গরু চুরি করতে হাতেনাতে ধরা পড়ল পাচারকারী

ধরা পড়তেই স্থানীয়রা বেধে রাখল গাছের সঙ্গে

Follow Us :

পুরুলিয়া: ঝালদায় (Jhalda ) গরু চুরি করতে হাতেনাতে ধরা পড়ল পাচারকরী। ধরা পড়তেই স্থানীয়রা বেধে রাখল গাছের সঙ্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি মঙ্গলবার ঝালদা শহরের দুই নম্বর ওয়ার্ডে হাট বসে। রাঁচি- পুরুলিয়া সড়কের একপাশে পশুর হাট অন্যদিকে সবজি সহ অন্যান্য সামগ্রীর হয় বিক্রি। পশু ব্যবসায়ীরা দুদিন আগে এখানে নিয়ে আসেন গরু ও মহিষ। একজন ব্যবসায়ীর গরু চুরি হয়। গরুর মালিক গির্জা যাদব জানান, বিহারের ওরঙ্গাবাদ থেকে প্রতি মঙ্গলবার ঝালদা হাটে আসি গরু বিক্রি করতে। সেইমতো এবারেও এসেছি কয়েকজোড়া গরু নিয়ে যারমধ্যে সোমবার থেকে আমার গরু চুরি হচ্ছে। মঙ্গলবার রাতেও দু জোড়া গরু নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: নিষিদ্ধ বাজির বাজেয়াপ্ত, গ্রেফতার বিজেপি নেতা

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এরপরই একজনকে হাতেনাতে ধরা হয়। বাকিরা একজোড়া গরু নিয়ে পালিয়ে যায়। খবর যায় ঝালদা থানাতেও। গাছে বাঁধা ব্যক্তি নিজেকে ঝালদা থানার হুসেনডি গ্রামের বাসিন্দা বলে দাবি কের। ধৃত ব্যক্তি বলেন, নেশার কারণে অন্যের কোথায় আমি গরু নিয়ে যাচ্ছিলাম। এদিকে বিষয়টি নিয়ে খবর চাউর হতেই ঘটনা স্থলে ভিড় জমায় স্থানীয়রা। খবর পেয়ে ঝালদা থানার পুলিশ উদ্ধার ব্যক্তিকে। সূত্রের খবর, ওই ব্যক্তি কোনও চোরাচালানকারীর সঙ্গে যুক্ত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এর সঙ্গে যুক্ত পলাতকদের খোঁজ চালাছে পুলিশ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular