Placeholder canvas

Placeholder canvas
HomeScrollশৌভিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
Bail Granted to Sauvik Bhattacharya

শৌভিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শৌভিক জেল হেফাজতে রয়েছেন

Follow Us :

নয়াদিল্লি: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) পুত্র শৌভিক ভট্টাচার্যের (Sauvik Bhattacharya) জামিন (Bail) মঞ্জুর। জামিনে প্রয়োজনীয় শর্ত আরোপের নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। আদালতের নির্দেশ ছাড়াই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন সমন জারি করল? এই প্রশ্নের সদুত্তর না মেলায় জামিন।

আবেদনকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ গ্রহণযোগ্য বলে মনে করেছে নিম্ন আদালত। এই প্রেক্ষাপটে অভিযুক্তের আদালতে আত্মসমর্পণ করা উচিত। কিন্তু তিনি আদালতে না আসার সমন জারি হয়। কিন্তু সেই সমন জারি হয়েছিল তাঁর হাজিরার জন্য। পরে তিনি আত্মসমর্পণ করলে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। জানায় ইডি।

আরও পড়ুন: দিল্লিতে রং কারখানায় আগুন, মৃত ১১

এক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। তারপরেও অভিযুক্তকে গ্রেফতার করায় কোন বাধা নেই। কিন্তু আইনের টেকনিক্যাল ধাপগুলি মানতে হবে। অভিমত আদালতের।

বিশেষ সিবিআই আদালত মনে করলে নতুন করে সৌভিকের বিরুদ্ধে সমন জারি করতে পারে। সেই সমন জারি করার জন্য ইডি ওই আদালতে প্রয়োজনীয় সওয়াল করতে পারবে। জানিয়েছে বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সূত্রে শৌভিক জেল হেফাজতে। একই মামলা সূত্রে হেফাজতে রয়েছেন তাঁর পিতা মানিক ভট্টাচার্য। দুই সপ্তাহ পরে মানিকের মামলা শোনা হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular