Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপড়ে গিয়ে জখম তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

পড়ে গিয়ে জখম তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে কেসিআরের দ্রুত আরোগ্য কামনা করেছেন

Follow Us :

হায়দরাবাদ: সময়টা ভালো যাচ্ছে না তেলঙ্গানার (Telangana) প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (K Chandrashekar Rao)। সদ্য বিধানসভা ভোটে ক্ষমতা হারিয়েছেন তিনি। এবার পড়ে গিয়ে জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে প্রাথমিকভাবে অনুমান। বৃহস্পতিবার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও পিছলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন। একটি সংবাদ সংস্থার মতে, কেসিআর এরাভাল্লিতে তাঁর খামারবাড়িতে পড়ে গিয়েছিলেন। তাঁকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেসিআরের হাড় ভেঙেছে বলে মনে করা হচ্ছে। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেসিআর রাও হায়দরাবাদের কাছে তাঁর ফার্মহাউসে ছি্লেন। সেখানে তিনি দলের নেতা ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করছিলেন। সেখানেই তাঁর এই দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে কেসিআরের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি লিখেছেন, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর আহত হয়েছেন। আমি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।

আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত জামিন পেয়ে নাবালিকাকে অ্যাসিড ছুড়ে আত্মঘাতী

কেসিআরের মেয়ে এবং প্রাক্তন সাংসদ কবিতা কালবাকুন্তলাও এক্সে লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী হাসপাতালে রয়েছে। বিশেষজ্ঞ টিমতাঁকে দেখছেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির নির্দেশে, অন্যান্য মন্ত্রীরা কেসিআরকে যশোদা হাসপাতালে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে যান। তেলেঙ্গানায় সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন বিআরএস হ্যাটট্রিকের আশা করেছিলেন। কিন্তু কংগ্রেস বিধানসভায় জয়ী হয়ে ক্ষমতায় আসে।

কংগ্রেস ১১৯ সদস্যের বিধানসভায় ৬৪ টি আসন জিতেছে। বিআরএস ৩৯টি আসন পেয়েছে। বৃহস্পতিবার কংগ্রেস বিধায়ক ও  দলের নেতা  রেবন্ত রেড্ডি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular