Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমামলায় তারিখ পে তারিখের দিন শেষ, বললেন শাহ

মামলায় তারিখ পে তারিখের দিন শেষ, বললেন শাহ

বিরোধীশূন্য লোকসভা, রাজ্যসভায় একাধিক বিল পাশ

Follow Us :

নয়াদিল্লি: বিরোধীশূন্য লোকসভা (Loksabha) এবং রাজ্যসভায় (Rajyasabha) একের পর এক বিল (Bill) পাশ হয়ে যাচ্ছে। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিরোধী সদস্যরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান। একদিকে যখন বিক্ষোভ চলছে বাইরে, তখন রাজ্যসভায়ও পাশ হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা এবং ভারতীয় সাক্ষ্য বিল। পাশ হল নয়া ফৌজদারি আইনও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এদিন রাজ্যসভায় বলেন, এই ফৌজদারি আইনের ফলে তারিখ পে তারিখের যুগ শেষ হয়ে গেল। এখন তিন বছরের মধ্যে যে কেউ বিচার পাবে। তিনি আরও জানান, ন্যায় সংহিতা এবং অন্য বিলগুলি কার্যকর হলে এফআইআর থেকে শুরু করে চূড়ান্ত বিচার পর্বের সবটাই হবে অনলাইনে।

এদিকে ইন্ডিয়া জোটের তরফ থেকে আগামিকাল শুক্রবার সারা দেশে সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে ধরনার ডাক দেওয়া হয়েছে। ধরনা চলবে পরের দিনও। শুক্রবার দিল্লির যন্তরমন্তরে বিরোধীদের ধরনায় উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীর মতো কংগ্র্সের শীর্ষ নেতারা। ইন্ডিয়া জোটের অন্য সব শরিকদলের নেতারাও ধরনায় অংশ নেবেন। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকেই ওই ধরনার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: সাংবাদিকের কাছে সংবাদ সূত্র জানতে চাওয়া যাবে না, জানাল শীর্ষ আদালত

বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়ে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের আরও নয় সাংসদ। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কথা মন দিয়ে শুনেছেন। তাঁকে সাংসদদের সাসপেনশন এবং ২২ ডিসেম্বরের ধরনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি অবশ্য তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। মমতা বলেন, ওই প্রসঙ্গে আমি কিছু বলব না। এটা সংসদীয় দলের ব্যাপার। যা বলার লোকসভার তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular