Placeholder canvas

Placeholder canvas
HomeScroll কেন্দ্রকে দেওয়া সলিসিটর জেনারেলের পরামর্শ আরটিআই আইনের আওতার বাইরে, অভিমত আদালতের

 কেন্দ্রকে দেওয়া সলিসিটর জেনারেলের পরামর্শ আরটিআই আইনের আওতার বাইরে, অভিমত আদালতের

আরটিআইয়ে চাওয়া তথ্যের সঙ্গে জনস্বার্থের সম্পর্ক আছে কি?

Follow Us :

নয়াদিল্লি: কেন্দ্রকে দেওয়া সলিসিটর জেনারেলের(এসজি) পরামর্শ আরটিআই আইনের আওতার বাইরে। বিষয়টি পারস্পরিক বিশ্বস্ততার।

কেন্দ্রীয় সরকারকে আইনি পরামর্শ দেন এসজি (Solicitor General)। সরকার আইনজীবী (Lawyaer) নিয়োগ করে ১৯৮৭ সালের বিশেষ বিধি অনুসরণে। সরকার যাতে লাভবান হয়, সেই মতো এসজি কাজ করেন। পারস্পরিক বিশ্বস্ততা ও বিশ্বাস সেখানে মূল ভিত্তি।

আরও পড়ুন: মিষ্টির দোকানের গোডাউনে দম আটকে মৃত্যু দুই কর্মীর

সেন্ট্রাল ইনফরমেশন কমিশনারের(সিআইসি) ২০১১ সালের ৫ ডিসেম্বরের একটি রায় কেন্দ্র দিল্লি হাইকোর্টে (Delhi High Court) চ্যালেঞ্জ করে। সেখানে বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ উপরোক্ত অভিমত দেন।

সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একটি মামলা করেছিল টেলিকম ডিস্পিউটস সেটেলমেন্ট এন্ড অ্যাপিলেট ট্রাইবুনালে। টু-জি স্পেক্ট্রাম বরাদ্দ সংক্রান্ত তথ্য চেয়ে। তৎকালীন সলিসিটর জেনারেল ২০০৭ সালে এই প্রসঙ্গে কমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রককে যে আইনি পরামর্শ দিয়েছিলেন, তা চেয়ে মামলা হয়। সেই সূত্রে সিআইসি সেইসব পরামর্শের প্রতিলিপি দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রকে। নির্দেশটি কেন্দ্র হাইকোর্টে চ্যালেঞ্জ করে।

যে তথ্য চাওয়া হয়েছে, তার সঙ্গে জনস্বার্থের সম্পর্ক আছে কি? মামলাকারী তার উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ। তাই তথ্য জানার অধিকার আইনের সুযোগ নিয়ে তিনি যে তথ্য চেয়েছেন, তা দেওয়ার নির্দেশ দেওয়া যায় না। এই অভিমতও দিয়েছে আদালত।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular