Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতৃণমূল নেতাকে মারধর, থানা ঘেরাও সমর্থকদের
Amdanga PS Incident

তৃণমূল নেতাকে মারধর, থানা ঘেরাও সমর্থকদের

দীর্ঘক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়

Follow Us :

বারাসত: তৃণমূল (TMC) নেতাকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার আমডাঙা নেতার অনুগামীরা থানা (Amdanga PS) ঘেরাও করে। রাস্তা অবরোধ করে। দীর্ঘক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।

জানা গিয়েছে, আমডাঙা ব্লকে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা মোস্তাক আহমেদ মণ্ডল দোকানে চা খাচ্ছিলেন। তাঁর পরিচিত এক ব্যক্তিকে পুলিশ রাস্তায় মারধর করছে বলে তিনি দেখেন। সেখানে এলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মোস্তাক। এরপর পুলিশ মোস্তাককে মারধর করে বলে অভিযোগ। তারপর মোস্তাককে তুলে আমডাঙা থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মাস্তাককে মারধর খবর চাউর হতেই তৃণমূল কর্মীরা থানায় সামনে জড়ো হয়। থানা্য় বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল সমর্থকরা।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর চন্দ্রিমার

ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ও পার্থ ভৌমিক। শেষে মোস্তাককে নিয়ে আসা হয় সেখানে। এরপর মোস্তাক অবরোধ তুলে নিতে বললে অবরোধ ওঠে। নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখছেন অনেকে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular