Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসরকারি মেলাতে উড়ল তৃণমূলের লোগো, শুরু হয়েছে বিতর্ক

সরকারি মেলাতে উড়ল তৃণমূলের লোগো, শুরু হয়েছে বিতর্ক

সরকারি মেলাতে দলীয় প্রতীক ওড়ার ঘটনায় অস্বস্তি এড়াচ্ছে তৃণমূল

Follow Us :

বাঁকুড়া: সরকারি টাকায় আয়োজিত ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলার (Bishnupur Fair) উদ্বোধনে উড়ল তৃণমূলের (TMC) ফ্লাইং লোগো। যে ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। দায়িত্বে থাকা সংস্থা বিষয়টিকে পরীক্ষামূলক বলে হালকা করার চেষ্টা করলেও বিরোধীরা দুষেছে তৃণমূলকেই। অস্বস্তি এড়াতে ঘটনা জানা নেই বলে দায় এড়াচ্ছে তৃণমূল।

গতকাল, বৃহস্পতিবার থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা। গতকাল সন্ধ্যায় এই মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে হাজির ছিলেন বাঁকুড়ার জেলাশাসক এন সিয়াদ, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় সহ শাসক দলের একাধিক বিধায়ক। গোল বাধল উদ্বোধনের সময়। সে সময় মঞ্চ থেকেই ছাড়া হয় মেলার প্রচারমূলক ফোমের একাধিক ফ্লাইং লোগো। সেই সময়ই মেলার লোগোর পাশাপাশি বিশেষ যন্ত্র থেকে বেরিয়ে আসে ফোমের বেশ কয়েকটি তৃণমূলের দলীয় লোগো। হাওয়ায় সেই লোগোগুলি আকাশে উড়তে থাকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যায় সরকারি আমলা থেকে শুরু করে শাসক দলের বিধায়ক ও নেতৃত্বরা।

আরও পড়ুন: বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সাইবার জালিয়াতির শিকার

সম্পূর্ণ রাজ্য সরকারি টাকায় আয়োজিত এই মেলায় দলীয় প্রতীক ওড়ার ঘটনায় সরব হয় বিরোধীরা। বিরোধীদের দাবি, এই ঘটনা আসলে নির্লজ্জতার প্রকাশ। ফ্লাইং লোগো ওড়ানোর দায়িত্বে থাকা একটি সংস্থার কর্মীর দাবি করেছেন, পরীক্ষামূলক ভাবে ওই লোগো ওড়ানো হয়েছিল। এর মধ্যে অন্য কোনও উদ্যেশ্য বা নির্দেশ ছিল না। অস্বস্তি ঢাকতে বিষ্ণুপুরের বিধায়ক গোটা ঘটনাটি জানেন না বলে জানিয়েছেন। এদিকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যথেচ্ছ বাজি ফাটানো নিয়েও মেলা উদ্যোক্তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular