Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকালীপুজোর আগেই বঙ্গে জাঁকিয়ে শীত? কী বলছে হাওয়া অফিস

কালীপুজোর আগেই বঙ্গে জাঁকিয়ে শীত? কী বলছে হাওয়া অফিস

আগামী কয়েকদিন শহর এবং শহরতলীতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

Follow Us :

কলকাতা: নভেম্বরের শুরুতেই শীত শীত ভাব জানান দিচ্ছে। ভোর থেকেই কুয়াশায় ঢাকছে রাস্তাঘাট। অর্থাৎ বাংলা জুড়ে পড়তে চলেছে হিমেল পরশ। সকালে রোদের তেজ থাকলেও বিকেলের দিকে মিঠে রোদ বেশ ভালোই লাগছে। তবে কী কালীপুজোর (KaliPuja 2023) আগেই বঙ্গে জাঁকিয়ে শীত? কী বলছে হাওয়া অফিস (Weather Office)? আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন শহর এবং শহরতলীতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহে সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ।

বুধবার সকাল থেকে মেঘমুক্ত আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৮ শতাংশ। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শহর কলকাতায় আজ দিনভর মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে। ভ্যাপসা গরম থেকে আপাতত নিস্তার শহরবাসীর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাত্‍ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে আগামী কয়েকদিনে সন্ধের পর থেকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার হাত ধরেই দাপট বাড়াবে উত্তুরে হাওয়া। তারই জেরে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ বহাল থাকবে।

আরও পড়ুন: ভ্রু প্লাক করার জন্য মহিলাকে ফোনে তালাক

কেমন থাকবে উত্তরবঙ্গে আবহাওয়া? উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনিতেই শীতের আমেজ এসে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে ও সন্ধের পর থেকে ঠান্ডার অনুভূতি মিলবে।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular