Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবর্ধমানের পর উত্তরপাড়া, স্টেশনে বিপজ্জনক জলের ট্যাঙ্ক

বর্ধমানের পর উত্তরপাড়া, স্টেশনে বিপজ্জনক জলের ট্যাঙ্ক

সংস্কার হীন ট্যাঙ্ক, উদাসীন রেল কর্তৃপক্ষ, অভিযোগ নিত্যযাত্রীদের

Follow Us :

হুগলি: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক (Burdwan station Water Tank) ভেঙে চার জন মৃত্যুর তারপরও হুশ ফেরেনি রেল কর্তৃপক্ষের। উত্তরপাড়ার স্টেশনে (Uttarpara Station) বিপদজনক ভাবে রয়েছে জরাজীর্ণ জলের ট্যাঙ্ক (Water Tank)। জলের ট্যাঙ্কের (Uttarpara Station Water Tank) চাঙর ভেঙে ঝুলছে। যে কোনও সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আতঙ্কে রয়েছেন নিত্যযাত্রী থেকে পথচারিরা। প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে ওই ট্যাঙ্কের নীচ দিয়ে যাতায়াত করছেন। জলের ট্যাঙ্কটি দীর্ঘদিন সংস্কার হয়নি। রেল কর্তৃপক্ষ উদাসীন বলেই অভিযোগ নিত্যযাত্রীদের।

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক-বিপর্যয়ে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বহু। গত
উত্তরপাড়া মতো জনবহুল স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। সেই উত্তরপাড়া স্টেশনের টিকিট কাউন্টার লাগোয়া একটি উঁচু টাওয়ারের উপরই জলের ট্যাঙ্ক রয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার হয়নি জলের ট্যাঙ্কের। ট্যাঙ্কের গা থেকে খসে পড়ছে চাঙড়। নিত্যযাত্রীদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষের জলের ট্যাঙ্কটি সংস্কার করা উচিত। ভাঙা জলের ট্যাঙ্কের চাঙর ভেঙে ঝুলছে। দ্রুত সংস্কার না হলে বড়সড় বিপদ ঘটতে। একযাত্রী দাবি, কিছুদিন আগেই জলের ট্যাঙ্কের গা থেকে একটা বড় চাঙড় খসে পড়েছিল। অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন কয়েকজন। তা সত্ত্বেও রেল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি বলেই অভিযোগ।

আরও পড়ুন: জামালউদ্দিনের তৈরি রামের মূর্তি বসবে অযোধ্যায়

রেলের উদাসীনতা নিয়ে সরব হয়েছেন নিত্যযাত্রী থেকে এলাকার তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার শুধু মাত্র বড়বড় কথা বলে আর কোনও কাজ করে না। রেলের মানুষের নিরাপত্তা ভুলে শুধু মাত্র রেল থেকে কি ভাবে মুনাফা করা সম্ভব সেদিকে তাকিয়ে আছে।

বুধবার বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ১৩৩ বছরের প্রাচীন জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাণ হারান চারজন। এই ঘটনা উত্তরপাড়া স্টেশনে যাতায়াতকারীদের আতঙ্ক আরও বাড়িয়েছে। এবার সেই আতঙ্ক গ্রাস করেছে উত্তরপাড়াবাসীদের। কবে সংস্কার হবে জলের ট্যাঙ্কের, সে প্রশ্ন যাত্রীদের মুখে মুখে ফিরছে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular