Placeholder canvas

Placeholder canvas
HomeScrollফের জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ, থানায় স্পিকার

ফের জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ, থানায় স্পিকার

বুধবারের পর বৃহস্পতিবার ফের তপ্ত হয়েছে বিধানসভা

Follow Us :

কলকাতা: বুধবারের পর বৃহস্পতিবার ফের তপ্ত হয়েছে বিধানসভা। এদিনও শাসকদলের মন্ত্রী ও বিধায়করা আম্বেদকরের মূর্তির পাদদেশে অবস্থান করছিলেন তখনই বিরোধী দলের পক্ষ থেকে সেখানে কাশর ঘন্টা বাজিয়ে স্লোগান দেয়। জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ফের থানায় অভিযোগ জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (WB Assembly Speaker Biman Bandopadhyay)। যদিও বিধানসভায় অভিযোগের খাতায় শুভেন্দু অধিকারীর নাম থাকলেও থানায় অভিযোগ তাঁর নাম নেই। এ নিয়ে পাল্টা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বিধানসভায় অম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসে তৃণমূল বিধায়করা। যখন জাতীয় সঙ্গীত গাইছিল তৃণমূল , অদূরে দাঁড়িয়ে বিজেপি বিধায়করা চিকিৎকার করছিলেন বলে অভিযোগ। তৃণমূল বিজেপির বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে। শাসক দলের পরিষদীয় দলনেতা এ বিষয়ে স্পিকারের কাছে একটি অভিযোগ জানিয়েছেন বলে জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:১৫ ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

এদিন বিমান বলেন, বুধবারের মতো আজও তারা জাতীয় সংগীত চলাকালীন যেভাবে কাঁসর ঘন্টা থালাম বাজিয়ে স্লোগান দিচ্ছিল তাতে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে। পুলিশকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। তারা সমস্ত বিষয় দেখে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন। বারবার বিধানসভার অন্তরে বিরোধী দলের পক্ষ থেকে যেভাবে অরাজগতা সৃষ্টি করা হচ্ছে এবং জাতীয় সংগীতের অবমাননা করা হচ্ছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি এও বলেন, বিধানসভা সবার জন্য উন্মুক্ত। প্রত্যেকে বিধানসভার নিয়ম-শৃঙ্খলা গড়িমার কথা মাথায় রেখে চলতে হবে। বিধানসভার বিধায়কদের আরো দায়িত্বশীল হতে হবে।

পাশাপাশি গতকালের এফআইআর এ হিরণ সহ দু একজনের নাম নিয়ে এবং তাদের উপস্থিত থাকা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের নাম উঠেছে তারা প্রমাণ করবেন যে তারা ওই দিন উপস্থিত ছিলেন না বা ওই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না। যদিও বিধানসভায় অভিযোগের খাতায় শুভেন্দু অধিকারীর নাম থাকলেও থানায় অভিযোগ তাঁর নাম নেই। কারণ বিরোধীদের দলনেতার বিরুদ্ধে অভিযোগ জানাতে হাইকোর্টের অনুমতি নিতে হবে। পুলিশকে এ বিষয়ে দেখার কথাও বলা হয়েছে।

আরও অন্য খূর দেখুন

RELATED ARTICLES

Most Popular