Placeholder canvas
HomeScrollবাংলার আকাশে ঘনাচ্ছে নিম্নচাপ, ভেস্তে যেতে পারে সেমিফাইনাল

বাংলার আকাশে ঘনাচ্ছে নিম্নচাপ, ভেস্তে যেতে পারে সেমিফাইনাল

জেলায় জেলায় মেঘলা আকাশ, হাওয়া বদল ...

কলকাতা: ঘনিয়ে আসছে নিম্নচাপ। ইতিমধ্যেই হাওয়া বদল হতে শুরু করেছে। মঙ্গলবার বিকেল থেকেই জেলায় জেলায় আংশিক আবার কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার থেকেই পশ্চিমবঙ্গে বৃষ্টি (Heavy Rain) শুরু হবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। এমনটাই পূর্বাভস হাওয়া অফিসের। দুর্যোগের কালো মেঘ কলকাতার আকাশে ঘনাচ্ছে। কারণ বৃহস্পতিবার অর্থাৎ ১৬ নভেম্বর ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল (ICC World Cup 2023) খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। কিন্তু বৃষ্টির জেরে ম্যাচ ভেস্তেও যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। চিন্তার ভাঁজ ক্রিকেট প্রেমীদের কপালে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত (Cyclone) শক্তি বাড়িয়ে মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ (Depression) তৈরি হয়েছে। আপাতত সেখানেই অবস্থান করছে নিম্নচাপ।। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গতি পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে বাঁক খেয়ে শুক্রবার ওড়িশা উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে।

আরও পড়ুন: ভাইফোঁটার আগে ‘বাবরসা’ পাড়ি দিচ্ছে বিভিন্ন জেলায়

নিম্নচাপের হাত ধরে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি রাজ্যের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। শনিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার হালকা বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। শুক্রবার মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে পারদ নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।

আরও অন্য খবর দেখুন

Stadium Bulletin | শচীন তেণ্ডুলকরের নার্সারিতে কলকাতা টিভি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments