Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাEPL: আজ থেকে শুরু ইপিএল, বিশ্বকাপের হতাশা কাটিয়ে মাঠে নামছেন হ্যারি কেন

EPL: আজ থেকে শুরু ইপিএল, বিশ্বকাপের হতাশা কাটিয়ে মাঠে নামছেন হ্যারি কেন

Follow Us :

কলকাতা টিভি ডিজিটাল: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) শেষ হওয়ার পর থেকে একটা বিষয় নিয়ে প্রতিদিন মিম তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। সেটা হল সিজনাল ফ্যান (Seasonal Fan) বনাম রেগুলার ফ্যান। সিজনাল ফ্যান মানে চার চার বছর অন্তর বিশ্বকাপের সময় খেলা নিয়ে মাতামাতি করে। আর রেগুলার ফ্যানরা সারাবছর খেলা দেখে, ক্লাব ফুটবলের খোঁজখবর রাখে। এই দ্বিতীয় শ্রেণির আনন্দের সময় এসে গিয়েছে। ইউরোপের সেরা লিগগুলো শুরু হতে চলেছে। এবং নিঃসন্দেহে পৃথিবীর সেরা ফুটবল লিগ ইপিএল (EPL) আজ, সোমবার শুরু হচ্ছে। 

আবার দেখা যাবে এর্লিং হালান্ডের (Erling Haland) বিধ্বংসী ফিনিশিং, কেভিন ডি ব্রুইনার (Kevin De Bruyne) ঠিকানা লেখা পাসিং, মহম্মদ সালাহর (Mohammad Salah) গতি, হ্যারি কেন (Harry Kane) এবং হিউং মিন সনের যুগলবন্দি, র‍্যাশফোর্ডের দৌড়, বুকায়ো সাকার ড্রিবলিং। পেপ গুয়ার্দিওলা, জুর্গেন ক্লপ, এরিক টেন হাগদের মতো ক্ষুরধার মস্তিষ্কের লড়াই।

আরও পড়ুন: Dipa Karmakar: দু’বছরের জন্য নির্বাসিত দীপা কর্মকার 

আপাতত ১৪ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল (Arsenal)। সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি (Man City)। মরশুম শুরুর আগে কেউ ভাবতেও পারেনি, আর্সেনাল এমন পারফর্ম করতে পারে। লিগের এখনও অনেকটাই বাকি, তবে আপাতত তারাই ফেভারিট।

আজ দিনের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে মাঠে নামছে টটেনহ্যাম (Tottenham)। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের (France) পেনাল্টি মিস করেছিলেন হ্যারি কেন। ওই মিসটাই কার্যত ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়। আজ সেই হতাশা ঝেড়ে ফেলে ফের সামনে তাকানোর দিন। টটেনহ্যামের ম্যানেজার অ্যান্তনিও কন্তে আগেই বলেছিলেন, ওই পেনাল্টি মিসে কিছু যায় আসে না। ক্লাবের হয়ে ফের ১২ গজ দূর থেকে শট মারবেন কেনই। আজ অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল (Liverpool)। ভিলা ছোট দল হলেও তাদের হাতে রয়েছে বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ (Emi Martinez)। ইতিমধ্যেই তাঁকে দলে নিতে ঝাঁপিয়েছে একাধিক বড় ক্লাব।

RELATED ARTICLES

Most Popular