Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাক্যালেন্ডারস্ল্যাম আর জোকার, ব্যবধান এক ম্যাচের

ক্যালেন্ডারস্ল্যাম আর জোকার, ব্যবধান এক ম্যাচের

Follow Us :

নিউ ইয়র্ক: ক্যালেন্ডারস্ল্যাম এবং জকোভিচের মধ্যে ব্যবধান এখন শুধু একটি ম্যাচের| ফাইনালে ড্যানিয়েল মেদভেদেভকে হারাতে পারলেই রড লেভারের পর ক্যালেন্ডারস্ল্যামের খাতায় নাম উঠবে জোকারের| জেভেরেভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে পৌঁছনোর পর জকোভিচের চোখে এখন শুধু একটাই লক্ষ্য|

অলিম্পিকে জেভেরেভের কাছে হেরেই গোল্ডেনস্ল্যামের স্বপ্ন ভেঙেছিল জকোভিচের| যুক্তরাষ্ট্র ওপেনেও যে লড়াইটা কঠিন হবে, তার আঁচ আগে থেকেই পাওয়া গিয়েছিল| হলও তাই| পাঁচ সেট পর্যন্ত চলল লড়াইটা| প্রায় সাড়ে তিন ঘন্টার লড়াই শেষে জেভেরেভকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র পান জোকার| তিনি জেতেন ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬ এবং ৬-২ সেটে|

আর্থার অ্যাশ কোর্টে লড়াইয়ের শুরুতেই পিছিয়ে পড়েন জোকার| প্রথম সেটেই হার| কিন্তু নামটা যখন জকোভিচ, তখন কোর্টে যে চমক থাকবে তা তো বলাই চলে| হলও তাই| পরপর দু সেটে জেভেরেভকে পিছনে ফেলে এগিয়ে যান|

যদিও পাল্টা লড়াইটা জেভেরেভও চালিয়ে গিয়েছিলেন| চতুর্থ সেট জিতে নোভাকের ফাইনালে পৌঁছনোর অপেক্ষাটা খানিকটা বাড়িয়ে দেন জার্মান তারকা| তবে আটকাতে পারেননি| পঞ্চম সেটে জোকারের মুখেই ফোটে হাসি|

rod lever
আর্থার অ্যাশ এরিনায় জোকারের জয় দেখলেন রড লেভার| সৌ: ট্যুইটার

তবে উচ্ছ্বাসে ভাসতে নারাজ জোকার| কারণ তাঁর সামনে যে এখন জোড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছেন| এক ক্যালেন্ডারস্ল্যাম অন্যদিকে ফেডেরার, নাদালকে টপকে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড| তাই সাবধানী জকোভিচ|

ফাইনালে তাঁর সামনে এখন রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভ| লক্ষ্যটা এতটাই দৃড় যে সেই ম্যাচকেই এখন কেরিয়ারের শেষম্যাচ মনে করছেন জোকার| ম্যাচ শেষে তিনি জানান, ‘আর এক ম্যাচ বাকি| সমস্ত ফোকাস এখন আমার সেদিকেই রয়েছে| জীবনের শেষম্যাচ এটা, এমনটা মনে করেই নিজেকে তৈরি রাখছি আমি’|

১৯৬৯ সালে শেষবার রড লেভার জিতেচিলেন ক্যালেন্ডারস্ল্যাম| ৫২ বছর পর জকোভিচ আমেরিকার মাটিতে ইতিহাস গড়তে পারেন কিনা সেটাই দেখার|

RELATED ARTICLES

Most Popular