ধরমশালা: প্রথম ঘণ্টায় বুমরা আর সিরাজ যে পরিমাণ সুইং আদায় করলেন, আপনি ধরতেই পারবেন না এটা ধরমশালা না লর্ডস। ইংল্যান্ডের দুই ওপেনার বারবার বিট হলেন, খোঁচা দিলেন একাধিকবার। কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ক্যাচ হল না, ভারতীয় ফিল্ডারদের ফাঁকি দিয়ে এদিক ওদিক চলে গেল। সিরাজের বলে জাক ক্রলির এলবিডব্লিউর জোরালো আবেদন উঠেছিল। আম্পায়ার্স কলের জেরে বেঁচে যান ক্রলি।
ধরমশালা বরফের পাহাড় বেষ্টিত মাঠ ভারতের আর পাঁচটা মাঠের থেকে আলাদা। সকালের আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। তার উপর জম্পেশ ঠান্ডা, সবমিলিয়ে যেন ইংলিশ ওয়েদার। এমনকী বেন স্টোকসরাও সোয়েটারের উপর জ্যাকেট পরে বসে ছিলেন। রাহুল দ্রাবিড়, পরম মামব্রেকেও কানঢাকা টুপি, পুলোভার পরে বসে থাকতে দেখা গেল।
আরও পড়ুন: আইপিএল থেকে অবসর নিলেন প্রাক্তন নাইট অধিনায়ক
Catching game ? point! ⚡️ ⚡️
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ShubmanGill | @IDFCFIRSTBank pic.twitter.com/DdHGPrTMVL
— BCCI (@BCCI) March 7, 2024
ইংল্যান্ডের প্রথম একাদশ তো কালই জানা গিয়েছিল। আজ টসের সময় অধিনায়ক রোহিত শর্মা জানালেন, অভিষেক ঘটছে দেবদত্ত পাড়িক্কালের। এই সিরিজে এই নিয়ে পাঁচ ভারতীয় ক্রিকেটারের অভিষেক হল। রজত পাটিদারের জায়গায় চার নম্বরে খেলছেন পাড়িক্কাল। দলে ফিরেছেন জসপ্রীত বুমরাও। সঙ্গে রয়েছেন সিরাজ, অর্থাৎ বাদ পড়তে হল আকাশ দীপকে।
ক্রলি-ডাকেট ভালোই খেলছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ৬৪। কুলদীপ যাদবকে দুটো চার মারার পর ছয় মারতে গিয়ে বল গগনে তুলে দেন ডাকেট। পিছন দিকে দৌড়ে দুরন্ত ক্যাচ ধরেন শুভমান গিল। অলি পোপকেও ফেরালেন কুলদীপ। তাঁর গুগলি বুঝতে না পেরে স্টাম্প হন পোপ। লাঞ্চ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১০০ করেছে ইংল্যান্ড।
দেখুন অন্য খবর: