Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024আফগানদের বিরুদ্ধে কি অশ্বিনের জায়গায় শামি?

আফগানদের বিরুদ্ধে কি অশ্বিনের জায়গায় শামি?

Follow Us :

নয়াদিল্লি: দেশের দক্ষিণ থেকে উত্তর দিকে এসেছে টিম ইন্ডিয়া (Team India)। আজ বুধবার রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে (আগে যার নাম ছিল ফিরোজ শাহ কোটলা) আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি রোহিত শর্মারা (Rohit Sharma)। দুই ম্যাচে চার পয়েন্ট তোলা তো বটেই, ক্রিকেট বিশ্বে এখনও নবাগতদের বিরুদ্ধে জয়ের ব্যবধান কতটা বাড়ানো যায় সেটাও লক্ষ্য। কারণ এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সমীকরণে প্রভাব ফেলবে নেট রান রেট।

শুভমান গিল (Shubman Gill) এ ম্যাচে খেলবেন না তা সোমবার সকালেই বিবৃতি দিয়ে জানিয়েছিল বিসিসিআই (BCCI)। অর্থাৎ অধিনায়কের সঙ্গে ইনিংস ওপেন করবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এছাড়াও পরিবর্তন হতে পারে। চেন্নাইতে যেমন মন্থর ঘূর্ণি পিচ ছিল দিল্লিতে সেরকম না হওয়ারই কথা। কারণ আফগান তাঁবুতে রয়েছেন রশিদ খান (Rashid Khan), মুজিব উর রহমান (Mujib Ur Rahman) এবং মহম্মদ নবির (Mohammad Nabi) মতো দক্ষ স্পিনার। কাজেই ব্যাটিং সহায়ক পিচ হতে পারে।

আরও পড়ুন: রেকর্ড জয়ে ভারতকে বার্তা দিয়ে রাখল পাকিস্তান

 

সে কারণেই আজ বসতে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। তাঁর জায়গায় খেলতে পারেন মহম্মদ শামি (Mohammad Shami) কিংবা শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের (Anil Kumble) মতে আজ শামিকে খেলানো উচিত। ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ চার উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া আফগান ব্যাটিংয়ের বড় স্তম্ভ ওপেনার রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। তাঁকে প্যাভিলিয়নের পথ দেখাতে তিনজন স্পেশালিস্ট ওপেনিং বোলার থাকলে মন্দ হয় না।

কুম্বলে বলেন, “আমি জানি ভারত শার্দূলকে ব্যবহার করেছে। তবে গুণমান এবং দক্ষতা দেখলে আমি শামিকে খেলানোর পক্ষপাতী। গুরবাজ ওদের ভরসা এবং ও ভালো ফর্মে। তিনজন কোয়ালিটি ওপেনিং বোলারকে দিয়ে ওকে আউট করা যায়।” ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারির ইচ্ছাপূরণ হয় কি না সেটাই দেখার।

 

RELATED ARTICLES

Most Popular