Placeholder canvas

Placeholder canvas
Homeখেলানারিনের দুর্ধর্ষ বোলিংয়ে বিরাটদের হারিয়ে কোয়ালিফায়ার টু-তে নাইট রাইডার্স

নারিনের দুর্ধর্ষ বোলিংয়ে বিরাটদের হারিয়ে কোয়ালিফায়ার টু-তে নাইট রাইডার্স

Follow Us :

শারজা: প্রথম হার্ডল টপকে ফাইনালের থেকে আরমাত্র একধাপ দূরে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স| এলিমিনেটরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার টু-তে পৌঁছে গেল নাইটরা| এবার সামনে দিল্লি ক্যাপিটালস|

প্রতিপক্ষ শিবিরে বিরাট কোহলি, ডেভিলিয়র্স এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো তিন তারকা ব্যাটসম্যান| নক আউট পর্বে এই তিনজনের একজনও যদি দাঁড়িয়ে যান, তবে সব শেষ| কথাটা ভাল করেই জানতেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান|

ম্যাচের আগের দিনই তিনি জানিয়ে দিয়েছিলেন তারা তৈরি| বিরাটদের আটকাতে নাইটদের অস্ত্র যে মিস্ট্রি স্পিনার জুটি, তারও একটা হাল্কা আভাস দিয়েছিলেন ক্যাপ্টেন মর্গ্যান| শারজার পিচে তাতেই বাজিমাত তাঁর|

বরুণ চক্রবর্তী এদিন উইকেট পাননি| তাতে অবশ্য খুব একটা অসুবিধা হয়নি নাইটদের| সুনীল নারিনের দুর্ধর্ষ স্পিনেই বিরাটদের তারকা ব্যাটিং লাইনআপ শেষ| আর তাতেই ম্যাচ চলে আসে নাইটদের দখলে|

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির| শুরুটা করেছিলেনও ভাল| কিন্তু নারিনের ধাক্কাতেই বিরাটদের বড় রানের সমস্ত আশা শেষ| যদিও চ্যালেঞ্জার্সদের প্রথম ধাক্কাটা দেন লোকি ফার্গুসন| দেবদূত পাড়িক্কলকে ফিরিয়ে| এরপরই মাঠে শুধুই নারিন জাদু|

বিরাট কোহলি(৩৯), এবি ডেভিলিয়র্স(১১) এবং গ্লেন ম্যাক্সওয়েলদের(১৫) প্যাভিলিয়নের রাস্তাটা দেখিয়ে দেন তিনি| সেইসঙ্গে বেঙ্গালুরুর হাত থেকে ম্যাচটাও ছিনিয়ে নেন| ১৩৮ রানেই শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু| একাই চার উইকেট নারিনের|

কম রানের লক্ষ্য হলেও, নাইটরাও জয়টা খুব একটা সহজে পায়নি| ম্যাচ জিততে নাইটদের খেলতে হল ১৯.৪ ওভার পর্যন্ত| তবে ব্যালান্সড ব্যাটিং পারফরম্যান্সেই বেঙ্গালুরুর রান টপকে যায় নাইটরাইডার্স|

ওপেনিংয়ে ৪১ রানের পার্রটনারশিপ করেন ভেঙ্কটেশ আইয়ার(২৬) ও শুভমন গিল(২৯)| রাহুল ত্রিপাঠি এদিন ব্যর্থ| শেষের দিকে নীতিশ রানা ও সুনীল নারিনের হাত ধরেই জয় তুলে নেয় নাইট রাইডার্স| দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা নারিনই|

RELATED ARTICLES

Most Popular