Placeholder canvas

Placeholder canvas
HomeIPL 2024কোহলি-গম্ভীরকে অস্কার দেওয়া উচিত, বললেন সানি
RCB vs KKR

কোহলি-গম্ভীরকে অস্কার দেওয়া উচিত, বললেন সানি

গম্ভীর-কোহলির সুসম্পর্ক কি উপর-উপর? ভিতরে মনোমালিন্য আছেই?

Follow Us :

বেঙ্গালুরু: শুক্রবার রাতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) এক ‘বিরল’ দৃশ্য দেখা গিয়েছিল। যাঁদের সম্পর্ক প্রায় আদায়-কাঁচকলায় বলে ক্রিকেট দুনিয়া জানে, সেই বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir) নিজেদের মধ্যে হাসিমুখে কথা বললেন, জড়িয়েও ধরলেন। সেই দৃশ্যের ছবি-ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াচ্ছে।

গত বছর লখনউ সুপার জায়ান্টসের (LSG) মেন্টর থাকাকালীন কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গম্ভীর। সেই ঘটনায় উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব। কোহলির সংঘাত হয়েছিল দিল্লি ক্যাপিটালসের (DC) টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly)। সেই সংঘাত অবশ্য আইপিএল (IPL 2023) চলাকালীনই মিটে যায়। কিন্তু গম্ভীর-কোহলি বিবাদ অত সহজে মেটার নয়।

আরও পড়ুন: RCB vs KKR ম্যাচে হল এই তিন রেকর্ড

 

সেই দু’জনকেই মাঠে কুশল বিনিময় করতে দেখে অবাক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ভারতের কিংবদন্তি ব্যাটার এ নিয়ে রসিকতা করতেও ছাড়েননি। ধারাভাষ্য দিতে দিতে তিনি বলেন, “শুধুমাত্র ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড নয়, ওদের অস্কার দেওয়া উচিত।” সানি আদতে কী বলতে চাইলেন? গম্ভীর-কোহলির সুসম্পর্ক কি উপর-উপর? ভিতরে মনোমালিন্য আছেই? আপাতত বিতর্ক না বাড়িয়ে রসিকতা হিসেবেই ধরে নেওয়া ভালো।

তবে একটা বিষয়ে কোনও রাখঢাক না করেই উষ্মা প্রকাশ করেছেন গাভাসকর। তা হল কেন কোহলিকে একাই দায়িত্ব নিতে হচ্ছে। সানি বলেন, “আপনারাই বলুন, কোহলি একা কতটা করবে। আজ যদি কেউ সাপোর্ট দিত, ও নিশ্চয়ই ৮৩-র জায়গায় ১২০ করত। এটা দলগত খেলা, একার নয়, আজ কোহলি কাউকে পাশে পায়নি।” প্রসঙ্গত, তিন ম্যাচ খেলে ১৮১ রান করে অরেঞ্জ ক্যাপ এখন কোহলির মাথায়।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular