Placeholder canvas

Placeholder canvas
HomeScrollবায়ার্নের আধিপত্য, রেকর্ড ভেঙে বুন্দেশলিগা জয়ের পথে লেভারকুসেন
Bayer Leverkusen

বায়ার্নের আধিপত্য, রেকর্ড ভেঙে বুন্দেশলিগা জয়ের পথে লেভারকুসেন

লেভারকুসেনের স্বপ্নের উত্থানের কান্ডারি কোচ জাভি আলোনসো

Follow Us :

লেভারকুসেন: বুন্দেশলিগা (Bundesliga) অর্থাৎ জার্মানির সর্বোচ্চ স্তরের ফুটবল লিগ মানে ওই একটাই দল— বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। ২০১৩ সাল থেকে টানা ১১ বছর জিতে চলেছে তারা। এ বছর সম্ভবত তাদের একচ্ছত্র আধিপত্য খতম করতে চলেছে বায়ার লেভারকুসেন (Bayer Leverkusen)। কারণ লিগের আর ১১টি করে ম্যাচ বাকি, এখনই দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের থেকে ১১ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থানে রয়েছে তারা।

শুধু তাই নয়, জার্মান লিগে ৩৩ ম্যাচে টানা অপরাজিত রয়েছে লেভারকুসেন। এক্ষেত্রেও মিউনিখের ক্লাবের রেকর্ড ভেঙে দিয়েছে তারা। মাইঞ্জকে ২-১ হারিয়ে এল এও রেকর্ড।  লেভারকুসেনের এই স্বপ্নের উত্থানের কান্ডারি এককালে বায়ার্নে খেলে যাওয়া তারকা মিডফিল্ডার জাভি আলোনসো (Xavi Alonso)। তাঁর কোচিংয়ে শুধু বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হওয়ার পথে নয়, এখনও উয়েফা ইউরোপা লিগ এবং ডিএফবি পোকাল টুর্নামেন্টে টিকে আছে লেভারকুসেন।

আরও পড়ুন: ১৩১ রানে চার উইকেট, বশিরের স্পিনে চাপে ভারত

আজ পর্যন্ত কোনও দিন জার্মান লিগে চ্যাম্পিয়ন হয়নি। এর আগে পাঁচবার রানার্স আপ হয়েছে তাও শেষবার ২০১০-১১ মরসুমে। আর শেষবার ট্রফি জয় সেই ১৯৯৩ সালে যখন ডিএফবি পোকাল চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৯) 

এদিকে লেভারকুসেনের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতেই ট্রোল হচ্ছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেন (Harry Kane)। প্রিমিয়ার লিগে প্রতি মরসুমে ঝুড়ি ঝুড়ি গোল করলেও কখনও ট্রফি জিততে পারেননি। ট্রফি জয়ের স্বাদ পেতেই জার্মানির সেরা ক্লাবে পাড়ি জমান এই মরসুমের গোড়ায়। তিনি দলে আসতেই টানা ১১ মরসুম বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন পিছিয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলছে, কেনের ট্রফিহীন ভাগ্য সঙ্গে করে বায়ার্নে এসেছেন তিনি।

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular