Placeholder canvas

Placeholder canvas
HomeScrollফের শীর্ষে লিভারপুল, জেতা ম্যাচ হারল ম্যান ইউ
Premier League

ফের শীর্ষে লিভারপুল, জেতা ম্যাচ হারল ম্যান ইউ

হ্যাটট্রিক করে ম্যান ইউকে হারালেন চেলসির কোল পামার

Follow Us :

লন্ডন: প্রিমিয়ার লিগের (Premier League) শীর্ষস্থান পুনর্দখল করল লিভারপুল (Liverpool FC)। বৃহস্পতিবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে খেলা ছিল তাদের। লিগ টেবিলের একেবারে নীচে থাকা শেফিল্ড জুর্গেন ক্লপের (Jurgen Klopp) দলকে বেগ দেবে এমন কেউই আশা করেনি। দাপট দেখিয়ে ৩-১ ফলে জিতলেন মহম্মদ সালাহরা (Mohammad Salah)।

লিভারপুলের হয়ে গোল করলেন ডারউইন নুনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং কোডি গাকপো। শেফিল্ডের গোলটি সেমসাইড। এই জয়ে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠল লিভারপুল। সমসংখ্যক ম্যাচে ৬৮ ও ৬৭ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে যথাক্রমে আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার সিটি। মরসুমে আর ঠিক আটটি করে খেলা বাকি এই তিন দলের।

আরও পড়ুন: ফিফার তালিকায় চার ধাপ নামল ভারত, শীর্ষে মেসিরাই  

দিনের সেরা ম্যাচ ছিল অবশ্যই চেলসি বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সাত গোলের ম্যাচে ম্যান ইউকে ৪-৩ হারাল লন্ডনের ক্লাব। এই ম্যাচ ছিল তুমুল নাটকীয়তায় মোড়া। ফলাফল নির্ধারিত হয় একেবারে শেষ লগ্নে।

 

চার মিনিটের মাথায় ১-০ করেন চেলসির কনর গ্যালাঘার। ১৯ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন কোল পামার (Cole Palmer)। এরপর খেলায় ফেরে রেড ডেভিলরা। আলেহান্দ্রো গারনাচো এবং ব্রুনো ফার্নান্ডেজের গোলে প্রথমার্ধেই ২-২ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে, ৬৭ মিনিটে ম্যান ইউয়ের হয়ে ৩-২ করে দেন সেই গারনাচো।

মনে হচ্ছিল স্ট্যামফোর্ড ব্রিজ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরবে এরিক টেন হাগের দল। কিন্তু নাটকের তখনও অনেক বাকি। সংযুক্ত সময়ের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ৩-৩ করেন পামার। ১ মিনিট পরে হ্যাটট্রিক সম্পূর্ণ করে চেলসিকে জিতিয়ে দেন পামার। শেষ গোলটায় অবশ্য ভাগ্য সঙ্গী ছিল তাঁর।

এই হারে ফের ধাক্কা খেল ম্যান ইউয়ের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন। বুধবার ওয়েস্ট হ্যামের সঙ্গে টটেনহ্যাম ১-১ ড্র করায় আশা তৈরি হয়েছিল। কিন্তু এদিনের হারে ফের নিরাশার অন্ধকারে ম্যান ইউ সমর্থকরা। সম্ভবত পরের মরসুমে ইউরোপা লিগেই খেলতে হবে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবকে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular