Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাChampions League | চ্যাম্পিয়ন্স লিগে ৭ গোলের তাণ্ডব ম্যান সিটির, একাই ৫টা...

Champions League | চ্যাম্পিয়ন্স লিগে ৭ গোলের তাণ্ডব ম্যান সিটির, একাই ৫টা দিলেন হালান্ড

Follow Us :

ম্যাঞ্চেস্টার: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) শেষ ষোলোর প্রথম পর্বে আরবি লাইপজিগের (RB Leipzig) সঙ্গে ১-১ ড্র করেছিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই ফলে সিটি সমর্থকরা তো বটেই, অবাক হয়েছিল তামাম ফুটবল বিশ্ব। ধারে ভারে লাইপজিগের থেকে সিটি অনেক এগিয়ে। ১-১ ড্র করায় তাদের নিয়ে ট্রোলিংও চলেছে। সবকিছুর জবাব এল দ্বিতীয় পর্বে। এতিহাদ স্টেডিয়ামে (Etihad Stadium) জার্মানির ক্লাবকে সাত গোল পুরল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। দুই পর্ব মিলিয়ে ৮-১ জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেল তারা। সাত গোলের মধ্যে একাই পাঁচ গোল করলেন এর্লিং হালান্ড (Erling Haaland)। 

মঙ্গলবার রাতে রীতিমতো তাণ্ডব করলেন হালান্ড, কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশরা। প্রথম গোল আসে ২২ মিনিটে। বক্সের মধ্যে বলে হাত লাগিয়ে ফেলেন লাইপজিগের বেঞ্জামিন হেনরিখস। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ১২ গজ দূর থেকে গোল করতে কোনও ভুল করেননি হালান্ড। ২ মিনিট পর আবার হালান্ডের গোল। নক্সের বাইরে থেকে ডি ব্রুইনার শট ক্রসবারে লেগে ফিরে এলে হেড দিয়ে জালে জড়িয়ে দেন তিনি।। প্রথমার্ধের একদম শেষে কর্নার থেকে হেড করেন রুবেন দিয়াজ। বল পোস্টে লেগে গোললাইন বরাবর গড়াচ্ছিল। ক্লিয়ার করতে যান এক লাইপজিগ ডিফেন্ডার, সে সময় ঝাঁপিয়ে পড়েন হালান্ড, বল তাঁর পায়ে লেগে গোলে ঢুকে যায়। এই গোলে আরও একটি হ্যাটট্রিক সম্পূর্ণ হল তাঁর। 

আরও পড়ুন: BCCI-ICC | ইন্দোরের ‘খারাপ’ পিচের তকমা ঘোচাতে আইসিসিকে আবেদন, কী যুক্তি দিচ্ছে বিসিসিআই? 

দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে ইংলিশ ক্লাবের দাপট। ৪৯ মিনিটে গ্রিলিশের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন ইলকাই গুন্দোয়ান। ৫৩ ও ৫৭ মিনিটে আবারও গোল করেন হালান্ড। এদিন বল যেন খুঁজে খুঁজে তাঁর পায়েই জমা পড়ছিল, তাঁর কাজ শুধু গোলে রাখা। এদিন দুরন্ত ফুটবল খেলেন ডি ব্রুইনাও (Kevin De Bruyne)। অতিরিক্ত সময় গোলের খাতায় নাম লেখান তিনিও এবং ম্যাচের সেরা গোল এটাই। বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শট লাইপজিগ গোলকিপারকে কোন সুযোগ না দিয়ে জালে আছড়ে পড়ে। 

নরওয়ের তারকা স্ট্রাইকার এর্লিং হালান্ডের এই মরশুমে পাঁচটি হ্যাটট্রিক হয়ে গেল। সিটির হয়ে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৩৬ ম্যাচে ৩৯ গোল করে ফেলেছেন তিনি। এই মরশুমে অবিশ্বাস্য ৫০ গোল করার দিকে এগিয়ে চলেছেন তিনি। মাত্র ২২ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৩৩ গোল হয়ে গেল হালান্ডের। এই টুর্নামেন্টে কনিষ্ঠতম এবং একই সঙ্গে দ্রুততম হিসেবে ৩০ গোল করলেন তিনি। এদিন হয়তো ডাবল হ্যাটট্রিকও করে ফেলতে পারতেন তিনি যদি গুয়ার্দিওলা তাঁকে ৬২ মিনিটে তুলে না নিতেন। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারতেন হালান্ড। এই বিষয়টা নিয়ে হয়তো কোচের উপর কিছুটা অভিমান হবে তাঁর। 

এদিনের অন্য ম্যাচে এফসি পোর্তোর (FC Porto) সঙ্গে গোলশূন্য ড্র করল ইন্টার মিলান (Inter Milan)। প্রথম পর্বে রোমেলু লুকাকুর গোলের সুবাদে কোয়ার্টার ফাইনালে চলে গেল তারা। আজ রাতে রয়েছে নাপোলি বনাম এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ম্যাচ। তবে ফুটবল দুনিয়ার নজর থাকবে অন্য ম্যাচে। সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদের (Real Madrid) মুখোমুখি হচ্ছে লিভারপুল (Liverpool)। ঘরের মাঠে ৫-২ হেরে বিদায় মোটামুটি নিশ্চিত মহম্মদ সালাহদের। তবু একটা মরণ কামড় তাঁরা নিশ্চয়ই দেবেন। কিছুদিন আগেই ম্যান ইউয়ের (Man Utd) মতো বড় দলকে ৭-০ হারিয়েছে জুর্গেন ক্লপের (Jurgen Klopp) দল। তাই অঘটনের আশায় তাদের সমর্থকরা।

RELATED ARTICLES

Most Popular