Placeholder canvas

Placeholder canvas
HomeScrollদুরন্ত ডিন এলগার! সেঞ্চুরিয়ন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

দুরন্ত ডিন এলগার! সেঞ্চুরিয়ন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

Follow Us :

সেঞ্চুরিয়ন: প্রথম টেস্টে চালকের সামনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৯২/৭। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে ১৪৭ রানের লিড হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। শেষ টেস্ট  সিরিজ খেলতে নামা ডিন এলগার খেলে গেলেন স্বপ্নের ইনিংস। ১৮৫ রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হন তিনি। মারলেন ২৮টি বাউন্ডারি। ডেভিড বেডিংহাম করেন অর্ধশতরান। ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। মার্কো জেনসেন ৭২ রান করে অপরাজিত রয়েছেন। মারেন ৯ টি চার এবং ১টি ছয়।

ভারতীয় বোলারদের সবথেকে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা।  তিনি একাই তুলে নেন ৩ উইকেট। মহম্মদ সিরাজ নেন ২ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণ ১টি করে উইকেট নিলেও পারফরম্যান্স হতাশাজনক।

প্রথমে ব্যাট করতে নেমে ২৪৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। নিজের ক্রিকেটীয় কেরিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেললেন কর্নাটকের এই ব্যাটার। ১৩৭ বলে ১০১ রানের ইনিংস খেলেন। মারলেন ১৪টি চার এবং ৪টি ছয়। ৭৩.৭২ স্ট্রাইক রেটে রান করেন রাহুল। বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে ৩৮ রানে আউট হয়ে যান বিরাট কোহলি। ৩১ রানের ব্যক্তিগত স্কোরে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। ভারতের প্রথম তিন ব্যাটার ব্যর্থ- রোহিত শর্মা(৫), শুভমান গিল(২), যশস্বী জয়সওয়াল(১৭)।

প্রোটিয়া বোলারদের মধ্যে নজর কাড়লেন কাগিসো রাবাডা। ৫৯ রানের বিনিময়ে একাই তুলে নেন ৫ উইকেট। এছাড়া অভিষেক করা নন্দ্রে বার্গার নেন ৩ উইকেট।

অন্য খবর দেখতে ক্লিক করুন:

 

RELATED ARTICLES

Most Popular