Placeholder canvas

Placeholder canvas
HomeScrollচোখধাঁধানো জোড়া গোল, রেকর্ড করলেন লিও মেসি

চোখধাঁধানো জোড়া গোল, রেকর্ড করলেন লিও মেসি

Follow Us :

লিমা: ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে, তবু এখন গোল করছেন, ম্যাচ জেতাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। বুধবার ভারতীয় সময়ে ভোরবেলা যেমন পেরুর বিরুদ্ধে জোড়া গোল করে আর্জেন্টিনাকে (Argentina) জেতালেন। সাম্প্রতিক কালে চোটের কারণে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলতে পারছিলেন না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে আগের দিন দ্বিতীয়ার্ধে নেমেছিলেন মেসি। এদিন শুরু থেকেই তাঁকে খেলান আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। লিমার মাঠে প্রথমার্ধেই দেখা গেল মেসি-ম্যাজিক। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলস্কোরার হলেন তিনি।

এদিন মেসির দুটি গোলই ছিল চোখধাঁধানো। ৩২ মিনিটে নিকোলাস গঞ্জালেজের পাস থেকে দুরন্ত শটে ১-০ করেন। ১০ মিনিট পর এনজো ফার্নান্ডেজের পাস পেয়ে আবার দুরন্ত শটে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন। ভিডিও প্রযুক্তির (VAR) সাহায্য নিয়ে তাঁর গোল বাতিল করে দেন রেফারি। খেলার ফল ২-০ থেকে যায়। ওই দুই গোলেই বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে কনমেবলে ৩১ গোল হয়ে যায় মেসির। তিনি টপকে যান উরুগুয়ের লুই সুয়ারেজকে (Luis Suarez)।

আরও পড়ুন: প্রোটিয়া বধ করে ধরমশালায় ডাচ রূপকথার জন্ম

 

ম্যাচের পর কোচ স্কালোনি বলেন, এতদিন মেসির সঙ্গে খেলতে খেলতে তাঁর ওয়েভলেংথ বুঝে ফেলেছেন দলের বাকিরা। এই কারণেই তিনি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অন্যদিকে মেসিও দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এই দলটা অবিশ্বাস্য। যতবার ওরা খেলে ততবার ইতিহাসের সেরা দল হওয়ার কাছাকাছি চলে যায়। আমার মনে হয় বিশ্বকাপের পরে আমরা আরও এগিয়েছি আরও সঙ্ঘবদ্ধ হয়েছি। আশা করি আমরা আরও এগোব।”

 

এদিকে, এ বছরও এই পুরস্কার প্রাপক হিসেবে ফেভারিট সেই মেসি। এমনকী শোনা যাচ্ছে, মেসির কেরিয়ারের অষ্টম ব্যালন ডোর (Ballon d’Or) পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। ফুটবলের দলবদল সংক্রান্ত খবর যাঁর নখদর্পণে থাকে সেই নামী সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো (Farbrizio Romano) সেই কথাই বললেন। রোমানো জানান, স্পেনের নামী সংবাদমাধ্যম দারিও স্পোর্ট খবর করেছে, মেসি অষ্টম ব্যালন ডোর জিতে ফেলেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি। ৩০ অক্টোবর প্যারিসের এক গালা পার্টিতে পুরস্কার প্রদান হবে যেখানে সপরিবার উপস্থিত থাকবেন আর্জেন্টাইন মহাতারকা।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | বর্ধমানের গলসিতে গন্ডগোল, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
02:27
Video thumbnail
Loksabha Election | পাণ্ডবেশ্বর ঢুকতে 'বাধা' জিতেন্দ্র তিওয়ারিকে, পুলিশের বিরুদ্ধে আটকানোর অভিযোগ
02:26
Video thumbnail
Loksabha Election 2024 | ১১টা পর্যন্ত বহরমপুরে ভোট ৩৫.৫৩%
04:06
Video thumbnail
Loksabha Election 2024 | চতুর্থ দফায় কমিশনে ভূরি ভূরি নালিশ, সকাল ১১ পর্যন্ত মোট অভিযোগ ১০৮৮
11:57
Video thumbnail
Loksabha Election 2024 | বর্ধমানের গলসিতে গন্ডগোল, তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ
08:00
Video thumbnail
Sukanta Majumder | 'প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে', হুঁশিয়ারি সুকান্তর
07:41
Video thumbnail
Loksabha Election 2024 | বাংলায় নির্বাচনে ৫৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
12:13
Video thumbnail
Loksabha Election | ভোট শুরু হতেই বেলডাঙায় উত্তেজনা, জমায়েতকারীদের খুঁজে মারের নির্দেশ বাহিনীর
09:11
Video thumbnail
Loksabha Election 2024 | কৃষ্ণনগরের চাপড়ায় সিপিএম কর্মীদের ভোটদানে 'বাধা'
04:02
Video thumbnail
Dilip Ghosh | 'খুনের হুমকি TMC বিধায়ক খোকন দাসের' : দিলীপ ঘোষ
04:57