Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাআট গোল দিল নিউকাসল! রুদ্ধশ্বাস ড্র হল উত্তর লন্ডন ডার্বি

আট গোল দিল নিউকাসল! রুদ্ধশ্বাস ড্র হল উত্তর লন্ডন ডার্বি

Follow Us :

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) রবিবারটা আক্ষরিক অর্থেই ‘সুপার সানডে’ গেল। সবার নজর ছিল ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ’টার উত্তর লন্ডন ডার্বির (North London Derby) উপর। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল বনাম টটেনহ্যাম (Arsenal vs Tottenham) ২-২ ড্র হল। ড্র হলেও ম্যাচ হয়েছে ধুন্ধুমার, নাটকীয়তার অভাব ছিল না। ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ৩-১ জিতল লিভারপুল (Liverpool)। অ্যাস্টন ভিলার কাছে ১-০ হারল চেলসি (Chelsea)৷ তবে সমস্ত শিরোনাম কেড়ে নিয়ে গেল দিনের শেষ ম্যাচ।

শেফিল্ড ইউনাইটেডকে ৮-০ হারাল নিউকাসল ইউনাইটেড (Newcastle Utd)। এত বড় ব্যবধানে শেষ ১৯৯৯-২০০০ মরশুমে তারা। শেফিল্ডের মাঠে রীতিমতো তাণ্ডব চালাল এডি হাওয়ের (Eddie Howe) দল। মজার বিষয় হল হ্যাটট্রিক তো দূর, এত বড় স্কোরলাইনে কেউ জোড়া গোলও করেননি, আট জন আলাদা খেলোয়াড় গোল পেয়েছেন। তাঁরা হলেন শন লংস্টাফ, ড্যানিয়েল বার্ন, শ্যেন বটম্যান, ক্যালাম উইলসন, অ্যান্টনি গর্ডন, মিগেল অ্যালমিরন, ব্রুনো গুইমারেস এবং আলেকজান্ডার ইসাক।

আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা

আগের মরশুম থেকেই ভালো খেলছে নিউকাসল। চতুর্থ স্থানে শেষ করায় এ বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে তারা। এ বছরেও দাপট দেখাচ্ছে তারা। কোনও তারকা বা ‘মার্কি’ ফুটবলার নেই, কিন্তু দলগত নৈপুণ্যই ভরসা সেন্ট জেমসেস পার্কের (St James’ Park) ক্লাবটির।

 

এদিকে চেলসি কিছুতেই তাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারছে না। ভালো দল, মরিসিও পচেত্তিনোর (Mauricio Pochettino) মতো ম্যানেজার থাকার পরেও হেরে চলেছে তারা। এদিন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) মাঝারি মানের অ্যাস্টন ভিলার কাছে হারল তারা। অবশ্য তার জন্য ৫৮ মিনিটের মাথায় রাইট ব্যাক মালো গুস্তোর লাল কার্ড দেখা অনেকটা দায়ী।

নর্থ লন্ডন ডার্বিতে আসা যাক। টটেনহ্যামের নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর খুব খারাপ দিন গিয়েছে। প্রথমে আত্মঘাতী গোল করলেন যাতে কোনও দোষ ছিল না তাঁর। তারপর বক্সের মধ্যে বল হাতে লাগিয়ে পেনাল্টি হজম করলেন। তাঁর জন্যই দু’বার পিছিয়ে গিয়েছিল টটেনহ্যাম। দু’বারই ত্রাতা হয়ে দাঁড়ালেন অধিনায়ক হিউং মিন সন (Heung Min Son)।

RELATED ARTICLES

Most Popular