Placeholder canvas

Placeholder canvas
HomeScrollUS Open: সেমিফাইনালে জোকোভিচ, আবারও সামনে সেই জেরেভ

US Open: সেমিফাইনালে জোকোভিচ, আবারও সামনে সেই জেরেভ

Follow Us :

নিউইয়র্ক: ইতিহাস গড়ার থেকে আর মাত্র দু’ম্যাচ দূরে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ৷ ইটালির মাতেও বেরেত্তিনিকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক৷ সেমিফাইনালে তাঁর সামনে এখন জার্মানির জেভরেভ৷

গোল্ডেন স্ল্যাম হয়নি৷ কিন্তু সামনে রয়েছে ক্যালেন্ডার স্ল্যামের হাতছানি৷ তবে জোকারের মাথায় অবশ্য এখন এসব নেই৷ ক্যালেন্ডার স্ল্যামের চিন্তা দূরে সরিয়ে আপাতত শুধু ইউএস ওপেন জয়েই ফোকাস জোকারের৷ সেমিফাইনালে জেরেভের বাধা কেমনভাবে টপকাবেন তাই জোকোভিচের প্রধান লক্ষ্য৷

ম্যাচ শুরুর আগে বেরেত্তিনির কোচ জোকারকে রুখে দেওয়ার হুঙ্কার দিয়ে রেখেছিলেন৷ জোকোভিচের সমস্ত দুর্বলতা নাকি এখন তাঁদের জানা৷ এমনই মন্তব্য করে রীতিমত টেনিস সার্কিটে হৈচৈ ফেলে দিয়েছিলেন৷ প্রথম সেটে জোকারের হেরে যাওয়ায় – সেই সম্ভাবনাই আরও প্রবল হতে শুরু করেছিল সকলের মনে৷

কিন্তু শেষপর্যন্ত আর তা হয়নি৷ হাসি ফোটে নোভাক জোকোভিচের মুখেই৷ প্রথম সেট হারলেও, এরপর আর বেরেত্তিনিকে দাঁড়াতে দেননি তিনি৷ পরপর তিন সেট জিতে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেন জোকার৷ ম্যাচের ফলাফল ৫-৭, ৬-২, ৬-২ এবং ৬-৩৷

তবে জোকারের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা জেরেভ৷ এই জার্মান তারকার কাছে হেরেই গোল্ডেন স্ল্যামের আশা শেষ হয়েছিল জোকোভিচের৷ টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে জোকারকে হারতে হয়েছিল জেরেভের কাছে। এবার সামনে ক্যালেন্ডার স্ল্যামের হাতছানি৷ আবারও বাধা সেই জেরেভ৷ ফাইনালের টিকিট জোকার পাকা করতে পারে কিনা সেটাই দেখার৷

RELATED ARTICLES

Most Popular